Get Mystery Box with random crypto!

একটি গবেষণায় দেখা গেছে , মেন্টাল স্ট্রেস বাড়লে বা কোনো কারণে | আন নুসরাহ - النصرة

একটি গবেষণায় দেখা গেছে , মেন্টাল স্ট্রেস বাড়লে বা কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হলে যৌন উত্তেজনার পরিমাণ বেড়ে যায় ।
যারা মাঝেমধ্যে পর্ন ভিডিও দেখে বা হস্তমৈথুন করে এ সময় শয়তান তাদের কুমন্ত্রণা দেয় , “ যা ব্যাটা পর্ন দেখ বা হস্তমৈথুন কর , মেন্টাল স্ট্রেস দূর হয়ে যাবে । ” অনেকেই শয়তানের এই কুমন্ত্রণায় সাড়া দেয় । পর্ন - হস্তমৈথুনের ফ্যান্টাসি জগতে হারিয়ে ভুলতে চায় জীবনের সব অবসাদ । অবসাদ ক্ষণিকের জন্য দূর হলেও একটু পরেই ফিরে আসে শতগুণ শক্তিশালী হয়ে ।
ইসলাম কী চমৎকার সমাধানই না দিয়েছে এ সমস্যার ! রাসূলুল্লাহ ( সা.) বলেছেন , স্বামী যখন ঘরে ফিরবে তখন যেন স্ত্রী দরজা খুলে দেয় । পরস্পর সালাম বিনিময় করে । স্ত্রী যেন স্বামীর জন্য সুন্দর করে সাজে । স্ত্রীর হাসিমুখ , মিষ্টি কণ্ঠের সালাম বা দুটো নরম কথা , সারাদিনের পরিশ্রমে ক্লান্ত - বিধ্বস্ত স্বামীকে একনিমিষেই দিতে পারে দুদণ্ড শান্তি , নতুন করে বেঁচে থাকার প্রেরণা , চোখকে করে দিতে পারে শীতল । “ ... তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন , যাতে করে তোমরা তাদের কাছ থেকে শান্তি লাভ কর এবং তিনি তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন . ( সূরা আর - রুম ; ৩০:২১ )

পাশ্চাত্যের প্রপাগ্যান্ডায় ব্রেইন ওয়াশড হয়ে নারী - স্বাধীনতার নামে আমরা নারীকে ঘর থেকে বের করে রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছি পুরুষের প্রতিপক্ষ হিসেবে । কর্মক্ষেত্রের কর্কশ , কঠোর পরিবেশ নারীর কোমলতা , স্নিগ্ধতাকে দূর করে দিচ্ছে । স্বামীর মনের শূন্যতা আর দূর করবে কী দিন শেষে বেচারি নিজেই ঘরে ফিরছে শূন্য এক মন নিয়ে । কেউই কাউকে পর্যাপ্ত সময় কাছে পাচ্ছে না , দূরত্ব বাড়ছে একটু একটু করে । দুয়ার খুলে যাচ্ছে পরকীয়া , পর্ন - আসক্তির । অবিবাহিত ভাইরা এখন হয়তো ছলো - ছলো চোখে অভিযোগ শুরু করবেন , “ আমাদের তো বউ নেই , আমাদের কী হবে ? ” ভাই , আমাদের সমাজে বিয়েকে করে ফেলা হয়েছে অনেক অনেক কঠিন । অভিযোগ - অনুযোগ না করে , বিয়ে নিয়ে ফ্যান্টাসিতে না ভুগে আপনাদের চেষ্টা করতে হবে বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করার । বিয়ে আপনার পর্ন - আসক্তি বা হস্তমৈথুন আসক্তি একেবারে দূর করবে এটা ভাবলে ভুল করবেন । বিয়ে কিছুটা সমাধান দিতে পারবে , কিন্তু পুরোটা না । তাই , লড়াইটা শুরু করতে হবে এ মুহূর্ত থেকেই । বিয়ের জন্য বসে থাকলে চলবে না ।

বই: মুক্ত বাতাসের খোঁজে https://t.me/Pornographyisatooltosilently