Get Mystery Box with random crypto!

কবরস্তান ধ্বংস করে দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে পার্ক বানাচ্ছে ইসর | আন নুসরাহ - النصرة

কবরস্তান ধ্বংস করে দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে পার্ক বানাচ্ছে ইসরাইল।

অসহায় ফিলিস্তিনবাসীর উপর বর্বর ইহুদিদের লাগামহীন জুলুম-নিপীড়নের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। তাদের অমানবিক জুলুম বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছেছে যে, বর্বর ইহুদিরা এখন মৃত মানুষকেও অসম্মান করতে শুরু করেছে!

গতকাল ১০ অক্টোবর দখলদার ইসরাইলি সেনারা জেরুজালেমে ফিলিস্তিনিদের একটি কবরস্তান ধ্বংস করে দিয়েছে। জানা যায়, কবরস্থানের জায়গায় পার্ক নির্মাণ করার জন্য তারা সেখানকার কবরগুলো খুঁড়ে নষ্ট করে দিয়েছে।

আল-আকসা মসজিদের কাছেই আল-ইয়উসুফিয়া মুসলিম কবরস্তানের অবস্থান। বর্বর ইহুদিরা ধ্বংসযজ্ঞ চালানোর পর সেখানে কবরবাসীদের হাড়গোড় ছড়িয়ে পরে থাকতে দেখা যায়। মৃত ব্যক্তিদের প্রতি এটিকে জঘন্যতম অসম্মান প্রদর্শন বলে অভিহিত করছেন মুসলিমরা।