Get Mystery Box with random crypto!

জি হা দে যাওয়ার সুযোগ আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি অনুগ্রহ। য | শাইখ ড. আব্দুল্লাহ আযযাম

জি হা দে যাওয়ার সুযোগ আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি অনুগ্রহ। যখন তুমি জ্বি হা দের জন্য বের হয়ে তাতে দৃঢ়পদ থাকার নিয়ত করেছ, তাহলে যেখানে মরো ও যেভাবেই নিহত হও শহীদ হবে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
যে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য তার বাহনে উঠার জন্য পা রাখা অবস্থায় বাহন তাঁকে ফেলে দেয়ায় মৃত্যুবরণ করেছে বা তাঁকে কোন সাপ কামড় দেয়ায় মৃত্যুবরণ করেছে কিংবা অন্য কোন ভাবে মৃত্যু বরণ করেছে, তাহলে সে শহীদ বলে গণ্য হবে এবং তার জন্যে রয়েছে জান্নাত।” [আবু দাউদ]।
.
তিনি আরো বলেছেন-
“শয়তান আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য তার সব ক’টি পথেই আগলে বসে থাকে। ইসলামের পথে বসে তাঁকে বলে, তুমি কি ইসলাম গ্রহণ করে বাপ দাদার ধর্ম ত্যাগ করছ ? কিন্তু সে তার কথা না শুনে ইসলাম গ্রহণ করেছে। অতঃপর সে তার হিজরতের পথে আগলে বসে এবং বলে, তুমি কি হিজরত করছ এবং তোমার ভূমি ও আকাশ ছেড়ে চলে যাচ্ছ ? কিন্তু সে তার কথা না শুনে হিজরত করল। অতঃপর সে তার জ্বি হা দের পথে বসে এবং বলে , তুমি কি নিহত হতে যাচ্ছ অথচ মানুষ অঢেল সম্পদ অর্জন করছে ও সুন্দরী রমনী বিবাহ করছে ? কিন্তু সে তার কোথায় কর্ণপাত না করে জি হা দ করেছে। আর যে ব্যক্তি জি হা দ করতে গিয়ে নিহত হবে, তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর কর্তব্য। আর যে ব্যক্তি তা করতে গিয়ে ডুবে যাবে, তাকেও জান্নাতে প্রবেশ করানো আল্লাহর কর্তব্য। আর যে ব্যক্তি জি হা দ করতে গিয়ে অন্য কোন ভাবে মারা যাবে, তাকেও জান্নাতে প্রবেশ করানো আল্লাহ্র কর্তব্য।”[আল জামিউস সগীরঃ হাদীস নং৬১৫২]।
.
অতএব, এটা এক মহা নেয়ামত। এ নেয়ামত আল্লাহ্ রাব্বুল আলামীন যাকে দান করেন, সেই কেবল তা প্রাপ্ত হয়। আর এ নেয়ামতের স্বাদ কেবল সেই বুঝতে পারে সে তা আস্বাদন করে দেখেছে।

.
- শাইখ ড. আ ব্দু ল্লা হ আ য যা ম রহ.
পাশ্চাত্য ইসলাম বিরোধী ষড়যন্ত্র

@SheikhAzzamBn