Get Mystery Box with random crypto!

সত্য-মিথ্যার দ্বন্দ্ব . সত্য-মিথ্যার দ্বন্দ্ব চিরকাল চলবে। সত্ | শাইখ ড. আব্দুল্লাহ আযযাম

সত্য-মিথ্যার দ্বন্দ্ব
.
সত্য-মিথ্যার দ্বন্দ্ব চিরকাল চলবে। সত্য মিথ্যার সংঘাত এক মুহূর্তের জন্যেও ক্ষান্ত হবে না। মানব জীবনের জন্য আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআলার এ এক অলংঘনীয় বিধান। প্রথম মানব ও মানবীর জান্নাত ত্যাগ করার পর থেকে শুরু হওয়া এ সংঘাত কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ।
.
কুরআনের ঘোষণা-
قَالَ اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۖ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَىٰ حِينٍ [٧:٢٤]
তোমরা পৃথিবীতে নেমে পড়। সেখানে তোমরা পরস্পরের শত্রু হয়ে থাকবে। আর পৃথিবীতে তোমাদের জন্য রয়েছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান ও ভোগ করার সুযোগ।”[আ’রাফঃ২৪]।
.
ভাল ও মন্দের সংঘাত আল্লাহর রীতি সমূহের অন্যতম। আর এ সংঘাতের সমাপ্তি ঘটে মুমিনদের সফলতা লাভের মধ্য দিয়ে।
.
আল্লাহ্ বলেছেন- وَالْعَقِبَةُ لِلمُتَّقِينَ  “ভাল পরিণতি একমাত্র মুত্তাকীদের জন্যেই।”[আ’রাফঃ১২৮]।

  فَلَا عُدْوَانَ إِلَّا عَلَى الظَّالِمِينَ
একমাত্র জালিমরা ব্যতীত আর কারো সাথে যুদ্ধ করবে না। ”[বাকারাহঃ১৯৩]।
.
তাই যারা ভাল পরিণতির কামনা করে তাদের কর্তব্য হচ্ছে, জালিমদের সাথে যুদ্ধ করে পৃথিবীতে ইসলামকে পুনর্বার প্রতিষ্ঠিত করা। সত্যের সাথে মিথ্যার সহাবস্থান নেই। সত্যের সাথে মিথ্যার সংঘর্ষ সব সময় চলমান । তাই ইমাম শাফেয়ীকে যখন জিজ্ঞেস করা হল,  ‘পরীক্ষায় ফেলা ও প্রতিষ্ঠিত করার মধ্যে মানুষের জন্য কোনটা অধিক মঙ্গলজনক?’তিনি বলেন, –
পরীক্ষা ব্যতীত তাঁকে কখনও প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেয়া হবে না।"
.
- শাইখ ড. আ ব্দু ল্লা হ আ য যা ম রহ.
পাশ্চাত্য ইসলাম বিরোধী ষড়যন্ত্র

@SheikhAzzamBn