Get Mystery Box with random crypto!

সত্যের পথের দাওয়াতের সূচনা হয় কষ্ট, বিপদ ও পরীক্ষার মধ্য দিয | শাইখ ড. আব্দুল্লাহ আযযাম

সত্যের পথের দাওয়াতের সূচনা হয় কষ্ট, বিপদ ও পরীক্ষার মধ্য দিয়ে। এতে করে সত্যের পথের যাত্রীদের কাতার পরিচ্ছন্ন হয়, অন্তর পরিশুদ্ধ হয়। কষ্ট ও বিপদের সুকঠিন পরীক্ষায় যারা দুর্বল তাঁরা ঝরে যায় ও যাদের ঈমান ও বিশ্বাস মজবুত দৃঢ়পদ থাকে। আর যারা দৃঢ়পদ থাকে, তাদের মাধ্যমেই আল্লাহ্ তাঁর দ্বীনকে সাহায্য করেন এবং তাঁদেরকে দান করেন পৃথিবীর কর্তৃত্ব ।

শুনুন আল্লাহর অঙ্গীকারের কথা-
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا ۚ يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا ۚ وَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ [٢٤:٥٥]
“তোমাদের যারা ঈমান এনেছে ও ভাল কাজ করছে, তাদেরকে আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআলা ওয়াদা দিচ্ছে যে, তিনি তাঁদেরকে অবশ্যই পৃথিবীতে কর্তৃত্ব দান করবেন , যেমন কর্তৃত্ব দান করেছিলেন তিনি তাঁদের পূর্ববর্তীদেরকে এবং তিনি প্রতিষ্ঠিত করবেন তাঁদের দ্বীনকে, যা তিনি তাঁদের জন্য পছন্দ করেছেন। আর তাঁদের ভীতিকে নিরাপত্তা ও প্রশান্তিতে পরিবর্তন করে দিবেন। তারা আমারই ইবাদত করবে এবং আমার সাথে অন্য কোন কিছুকে (কোন দিক দিয়ে) শরীক করবে না।”[নূরঃ৫৫]।

-শাইখ ড. আ ব্দু ল্লা হ আ য যা ম রহ.
পাশ্চাত্য ইসলাম বিরোধী ষড়যন্ত্র

@SheikhAzzamBn