Get Mystery Box with random crypto!

ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যাহ রহিমাহুল্লাহ ছিলেন শাইখুল ইসলাম ই | শাইখ আহমাদ মুসা জিবরিল হাফিজাহুল্লাহ

ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যাহ রহিমাহুল্লাহ ছিলেন শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহর প্রথম ছাত্র। তার উস্তাদের একটি বক্তব্য ইবনুল কাইয়্যিম তার গ্রন্থে উল্লেখ করেন,
.
‘আমার শত্রুরা আমার কিইবা করতে পারবে? আমার জান্নাত তো আমার অন্তরে। আমি যেখানেই যাই সে আমার সাথে সাথেই থাকে, আমার থেকে কখনো বিচ্ছিন্ন হয়না সেটা। কারাগার আমার ইবাদতের জন্য নির্জন আশ্রয়স্থল, মৃত্যুদন্ড আমার জন্য শাহাদাতের সুযোগ, আর দেশ থেকে নির্বাসন হচ্ছে আমার জন্য এক আধ্যাত্মিক ভ্রমণ।‘
.
শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহর কাছে যখনই কারাগারে পাঠানোর ফরমান আসতো, তিনি বলতেন, ‘আমি তো এর অপেক্ষাতেই ছিলাম। এতেই আমার কল্যাণ।‘
.
ইমাম ইবনুল কাইয়্যিম জাওজিয়্যাহ রহিমাহুল্লাহ আরো বলেন, ‘যখন আমরা ভয় পেয়ে যেতাম, আমাদের মাথায় এধরণের নানান চিন্তা ভর করতো যে, আমাদেরকে তারা এসে হত্যা করে ফেলবে, পৃথিবী আমাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে তখন আমরা ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহর কাছে যেতাম। তাঁর কণ্ঠ শুনে আমাদের মন থেকে সব ভয়ভীতি চলে যেত।‘
.
বই- উম্মাহর কিংবদন্তিরা
লেখক- শাইখ আহমাদ মুসা জিবরিল হাফিজাহুল্লাহ
অনুবাদ- মু. আম্মারুল হক
প্রকাশনী- সন্দীপন প্রকাশন
.
ইন শা আল্লাহ আগষ্টে আসবে...............