Get Mystery Box with random crypto!

শাওয়াল মাসের আইয়ামে বীজের রোজাগুলো রাখতে হবে আগামী ৪, ৫ এবং ৬ | Daily Ayah

শাওয়াল মাসের আইয়ামে বীজের রোজাগুলো রাখতে হবে আগামী , এবং মে (বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার)। বুধবার দিবাগত রাতে সাহরি খেয়ে বৃহস্পতিবার রোজা শুরু করতে হবে। এরপর যথাক্রমে শুক্রবার এবং শনিবার সহ মোট তিনটি রোজা রাখতে হবে।

আইয়ামে বীজের রোজার কিছু হাদিসঃ

★আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন , আমার বন্ধু (রাসূল ﷺ) আমাকে তিনটি বিষয়ে নির্দেশ দিয়েছেন , প্রতি মাসে তিন দিন করে সাওম পালন করা এবং দু’রাকআত সালাতুদ দুহা এবং ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা।

[বুখারী, হাদিস ১৮৫৭]

★রাসূল ﷺ বলেছেনঃ

কেউ যদি প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করে তবে তা যেন সারা বছরই সিয়াম পালন করা হলো।

[তিরমিযী, হাদিস ৭৬০]

★ইবন মিলহান আল-কায়সী তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ আমাদেরকে ইয়াওমিল বীয্ অর্থাৎ চন্দ্র মাসের তেরো, চৌদ্দ ও পনের তারিখে রোযা রাখার নির্দেশ দিতেন। তিনি (ইবন মালহান) বলেন, তিনি বলেছেনঃ এ রোযাগুলোর মর্যাদা (ফযীলত) সারা বছর রোযা রাখার সমতুল্য।

[আবু দাউদ, হাদিস ২৪৪১]