Get Mystery Box with random crypto!

রমাদ্বান এর বিশেষ চারটি আমলঃ একটা হাদিসে প্রিয়নবী সাল্লাল্লা | Daily Ayah

রমাদ্বান এর বিশেষ চারটি আমলঃ

একটা হাদিসে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ

استكثروا فيه أربعة خصال خصلتين ترضون بهما ربكم وخصلتين لا عناء بكم عنهما فأنا الخصلتان اللتان ترضون بهما ربكم فشهادة ان لا الهم الا الله و تستغفرونه فأما الخصلتان اللتان لا غناء بكم عنهما فتسئلون الجنة و تعوذون به من النار

তোমরা রমজান মাসে চারটি কাজ বেশি বেশি করো। তন্মধ্যে দুটি কাজ এমন যা করলে তোমাদের প্রতিপালক সন্তুষ্ট হন । আর অপর দুটি কাজ হলো এমন যা না করে উপায় নেই। যে দুটি কাজে তোমাদের প্রতিপালক খুশি হন তাহলো লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেয়া (কালিমা পাঠ)ইসতেগফার করা । আর যে দুটি কাজ না করে উপায় নেই তাহলো তোমরা আল্লাহর নিকট জান্নাত প্রার্থনা কর এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা কর

(সহীহ ইবনে খুজাইমা হাদিস নং ১৮৮৭)