Get Mystery Box with random crypto!

আজ সন্ধায় (২১ ফেব্রুয়ারী ২০২৩) বাংলাদেশের আকাশে সাবান মাসের | Daily Ayah

আজ সন্ধায় (২১ ফেব্রুয়ারী ২০২৩) বাংলাদেশের আকাশে সাবান মাসের চাঁদ দেখা গিয়েছে। শুরু হলো ১৪৪৪ হিজরির সাবান মাস। দেশের প্রচলিত নিয়মে এই মাসের দিন গণনা শুরু হবে ২২ ফেব্রুয়ারী রোজ বুধবার থেকে। নতুন চাঁদ দেখে দুআটা পড়ে নেই।

এই মাস আমাদের স্মরণ করিয়ে দেয় যে রমাদান মাস আসার আর মাত্র এক মাসের কম সময় বাকি। আসুন আমরা আল্লাহর কাছে রমাদান পাওয়ার দুআ করি এবং প্রস্তুতি শুরু করে দেই ইন শা আল্লাহ

নতুন চাঁদ দেখে পড়ার দো‘আঃ

اللّٰهُ أَكْبَرُ، اللّٰهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ، وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ، وَالتَّوْفِيْقِ لِمَا تُحِبُّ رَبَّنَا وَتَرْضَى، رَبُّنَا وَرَبُّكَ اللّٰهُ

অর্থঃ আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ! এই নতুন চাঁদকে আমাদের উপর উদিত করুন নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে; আর হে আমাদের রব্ব! যা আপনি পছন্দ করেন এবং যাতে আপনি সন্তুষ্ট হন তার প্রতি তাওফীক লাভের সাথে। আল্লাহ আমাদের রব্ব এবং তোমার (চাঁদের) রব্ব।

[তিরমিযী ৫/৫০৪, নং ৩৪৫১; আদ-দারিমী, শব্দ তাঁরই, ১/৩৩৬। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৫৭]