Get Mystery Box with random crypto!

হে ইমানদারেরা, তোমরা তোমাদের নিজেদেরকে আর তোমাদের পরিবার-পরিজন | Daily Ayah

হে ইমানদারেরা, তোমরা তোমাদের নিজেদেরকে আর তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে মোতায়েন আছে পাষাণ হৃদয় কঠোর স্বভাব ফেরেশতারা। আল্লাহ যা আদেশ করেন, তা তারা অমান্য করে না, আর তারা তাই করে, তাদেরকে যা করার জন্য আদেশ দেয়া হয়।

সুরা আত-তাহরিম, আয়াত ৬