Get Mystery Box with random crypto!

রাসুলুল্লাহ (ﷺ) এর শানে অবমাননার ঘটনায় এ দেশের সুশীল মিডিয়া প্ | Reality Check BD

রাসুলুল্লাহ (ﷺ) এর শানে অবমাননার ঘটনায় এ দেশের সুশীল মিডিয়া প্রথমে "ছোট্ট বাবু" সেজে ছিল! কিন্তু যখন সারা বিশ্ব এ নিয়ে তোলপাড় শুরু হল তখন মিডিয়ার একটু সাহসী হয়ে বেফাঁস কিছু বলার আগেই মন্ত্রী সাহেব হাসান মাহমুদ বললেন - "প্রতিবেশী দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন নিউজ করবেন না"।
এই হলো আমাদের ৯০ ভাগ মুসলিম দেশের মন্ত্রীর কথা। সাধারণত বলা হয়ে থাকে যে আমরা মুসলিম দেশে বাস করি, এই দেশ ইসলামী রাষ্ট্র। তাহলে চলুন দেখে নেই এই দেশ কতটুকু ইসলামী রাষ্ট্র-
প্রধানমন্ত্রীর ব্যপারে যখনই বিরোধী দলের কেউ কোন সমালোচনা করে, তখনই সাথে সাথে দেশের সোনার ছেলেরা বাশ-লাঠিসোটা হাতে রাস্তায় নেমে পড়ে, পিটিয়ে সে ব্যক্তিকে রক্তাক্ত করে ফেলে। ডিজিটাল নিরাপত্তা আইনের বেড়াজালে ফেলে পুলিশ সেই ভুক্তভোগীকে গ্রেপ্তার করে, দেশের মানুষের সামনে তাঁকে লাঞ্ছিত করে। তড়িৎ গতিতে তখন হয় ভুক্তভোগীর বিচার, সমাদৃত হয় দেশের সোনার ছেলেরা।
কিন্তু অপরদিকে দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম হলেও যখন মুসলিমদের প্রাণের চেয়েও প্রিয় নবী হযরত মুহাম্মাদ (ﷺ) কে নিয়ে কটুক্তি করা হয় তখন একাউন্ট হ্যাকের গল্প সাজিয়ে সেই কটুক্তিকারীকে দেওয়া হয় পুলিশি নিরাপত্তা। আর কটুক্তির প্রতিবাদকারীদের করা হয় লাঠিপেটা। এমনকি প্রতিবাদকারীদের ওপর গুলি চালাতেও দ্বিধাবোধ করে না তারা।
আজ যখন রাসুলুল্লাহ্ (ﷺ) কে অবমাননার প্রতিবাদে প্রায় সকল মুসলিম দেশ প্রতিবাদ করছে, ভা!র$তীয় পণ্য বয়কট করছে, তখন আমাদের দেশের মন্ত্রীরা উদ্বিগ্ন প্রকাশ করছে 'প্রতিবেশী' দেশের ভাবমূর্তি নিয়ে! সুতরাং রাসূল (ﷺ) অবমাননাকারীদের পক্ষে যখন তাদের এমন অবস্থান, তখন আপনাদের বুঝে নেয়া উচিত যে এরা আসলে কতটুকু ইসলাম প্রেমী!