Get Mystery Box with random crypto!

~ ঈমান এবং কুফরের মাঝে আপনার অবস্থান কোনটি? ~ . যারা মনে করেন | Reality Check BD

~ ঈমান এবং কুফরের মাঝে আপনার অবস্থান কোনটি? ~
.
যারা মনে করেন গনতন্ত্র নামক মানুষের তৈরি বিধানের কাছে আপনার ঈমান, বিশ্বাস, ধর্ম নিরাপদ তাদের জন্য আমরা দুটি ঘটনা পেশ করছি।
.
ভা*রত এবং হিজাব
.
কথিত গনতান্ত্রিক দেশ ভা*রতের আদালত রায় দিয়েছে, হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়। আদালতের অভিমত ছিল যে, মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরানে হিজাব পরা উপদেশ হিসেবে দেয়া আছে, আদেশ না।
কুরআনে আল্লাহ আমাদের জন্য কোনটি আদেশ হিসেবে দিয়েছেন এবং কোনটি উপদেশ হিসেবে দিয়েছেন এর ব্যাখ্যা করার অধিকার গণতন্ত্র তাদেরকে দেয় যাদের সাথে কুরআনের কোন সম্পর্ক থাকা তো অনেক দুরের কথা বরং কুরআনে যাদেরকে মুসলিমদের প্রতি সবচেয়ে অধিক শত্রুতাপ্রবণ মানসিকতার অধিকারী বলা হয়েছে।
.
বাংলাদেশ এবং মদ
.
ইসলামের মদ হারাম। মদ খাবেনা, এমন উপদেশ নয় বরং হারাম করে দেয়া হয়েছে। কোন অস্পষ্টতা নেই। কিন্তু গণতন্ত্র এসে আল্লাহর আদিষ্ট বিধানকে পরিবর্তন করে মদ কে কথিত "লাইসেন্স" এর শর্তে অনুমতি দিয়ে দিচ্ছে।
যারা মনে করেন, গনতন্ত্রের সাথে আমাদের আকিদাহ-বিশ্বাসের, আমাদের ঈমানের কোন সংঘর্ষ নেই, এটি কি তাদের জন্য "আই ওপেনার" হতে পারে!
আল্লাহ আমাদের রব্ব। তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জন্য দুনিয়াকে আবাস স্থল বানিয়েছেন এবং তিনিই আমাদের রব্ব হিসেবে আমাদের জন্য ইসলাম দিয়েছেন আমাদের জীবন ব্যাবস্থা হিসেবে। একজন মুমিনের ক্ষেত্রে জীবন ব্যাবস্থা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য হাতের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা, সকল কিছু এবং প্রত্যেকটি কিছু ইসলামের অধীনেই হতে হবে।
.
আল্লাহ বলছেন,
‘যে কেউ ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা অনুসন্ধান করবে, তার পক্ষ থেকে তা (অন্য কোনো জীবন ব্যবস্থা) কখনও গ্রহণ করা হবে না। আর সে হবে পরকালে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত।’ (সুরা আল-ইমরান : আয়াত ৮৫)
.
অপরদিকে, আল্লাহর সৃষ্টি কিছু মানুষ, আল্লাহর সৃষ্টি এই দুনিয়ার উপরে বিচরণ করে বলছে,
আমরা তোমাদের উপরে বাছাইকৃত, পছন্দকৃত, কথিত "নির্বাচিত" অধিকর্তা। এখন আমরা বসে তোমাদের শাসনের জন্য কিছু আইন বানাবো। অন্য আর যা কিছু এই আইনের সাথে মিলে যাবে তা টিকে থাকবে, অন্য আর যা কিছু আমাদের বানানো এই আইনের সাথে সাংঘর্ষিক তা বাতিল গণ্য হবে।
.
যেমন তারা যখন বলছে, মদ "লাইসেন্স" এর শর্তে বৈধ, এবং আপনি যদি বলেন, না - এই আইন আমি মানিনা; তাহলে আপনি বিদ্রোহী!
.
তারা আপনাকে, আমাকে বাধ্য করবে আল্লাহর বিধানের অবাধ্য হতে এবং তারা আমাকে, আপনাকে বাধ্য করবে তাদের মনগড়া বিধানের অনুগত হতে। তারা নিজেরা সৃষ্টি হয়ে সৃষ্টির উপরে পরিচালক সেজে বসতে চায়!
.
লিখে নিন, কথিত "গণতন্ত্রের" সাথে আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমাদের ধর্মের সুস্পষ্ট সংঘর্ষ রয়েছে।
.
অবশ্যই আপনার সে বিলাসিতার সুযোগ রয়েছে, আপনি তা মানবেন কিংবা অস্বীকার করবেন। কিন্তু আপনার গণতন্ত্র আপনাকে সেই সংঘাতের মুখে অবশ্যই ঠেলে নিয়ে যাবে এবং আপনি হয় মেনে নিবেন আল্লাহর দেয়া বিধান ই উত্তম কিংবা মানুষের দেয়া বিধান ই উত্তম!
.
এবং সেই পর্যায় দুটি হচ্ছে - ঈমান এবং কুফর এর অবস্থান!