Get Mystery Box with random crypto!

'হালাকু খানেরর মেয়ে ও একজন 'আলিম' শাইখ আহমাদ মুসা জিবরীল হা | শাফায়াত মুসান্না ঈসা

"হালাকু খানেরর মেয়ে ও একজন 'আলিম"
শাইখ আহমাদ মুসা জিবরীল



হালাকু ছিল মঙ্গোলদের একজন নেতা যে নির্বিচারে মুসলিমদের হত্যা করেছিল। তার একজন মেয়ে ছিল, একদিন মেয়েটি শহরের পথে ঘুরতে বের হল। পথিমধ্যে মেয়েটি দেখল একদল লোক একজন ব্যাক্তিকে ঘিরে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি উপস্থিত লোকজনের কাছে লোকটির পরিচয় জানতে চাইলো;
লোকজন জবাব দিল “উনি একজন শায়খ, মুসলিমদের একজন 'আলিম।”
এ সময় মঙ্গোলরা মুসলিমদের উপর কর্তৃত্ব করছিল তাই রাস্তায় একজন 'আলিমকে পেয়ে তারা তাকে নানা রকমের প্রশ্ন করছিলো। হালাকুর মেয়ে বললো “তাই নাকি! সে একজন 'আলিম?”
মেয়েটি এই 'আলিমকে অপমন করতে চাচ্ছিলো। 

খেয়াল করুন, এই কাহিনী থেকে শেখার অনেক কিছু আছে তবে যথেষ্ট সময় না থাকায় আমি বিস্তারিত ব্যখ্যায় যাচ্ছি না। আশা করি আপনারা নিজ থেকেই এ গল্প থেকে শিক্ষণীয় বিষয়গুলো খুঁজে নিবেন।

সেই শায়খকে হালাকু খানের মেয়ে প্রশ্ন করলো, “আচ্ছা তোমরাই না বলো যে তোমাদের ক্বুরআনে আছে, আল্লাহ্ তোমাদের বিজয়ী করবেন, পরম সম্মানিত করবেন আর তোমরাই এই জমীনের উত্তরাধিকারী হবে? তোমাদের ক্বুরআনের এসব কথা তো ভুল। কারন তোমরা তো আমাদের শাসনাধীন রয়েছ। আমি যদি নির্দেশ দেই তাহলে আমার লোকেরা তােমাকে হত্যা করে ফেলবে, তােমার কিছুই করার নেই কারন তোমরা আমাদের অধীনস্ত।”

শায়খ জবাব দিলেন, “তুমি কি জানো রাখালরা যখন তাদের ভেড়ার পাল চরাতে নিয়ে যায় তখন তারা সঙ্গে করে কয়েকটা কুকুর নিয়ে যায়?” হাজার হাজার বছর ধরেই রাখালরা এমন করে আসছে এবং দেখবেন আজকের যুগেও রাখালরা সাথে করে এক জোড়া কুকুর সঙ্গে নেয়।
শায়খ প্রশ্ন করলেন, "কুকুরগুলো সাথে করে নেওয়ার উদ্দেশ্য কি?” এ প্রশ্নের উওর সবাই জানে।

মেয়েটি বললো, “যখন ভেড়াগুলো তাদের পাল থেকে বেরিয়ে যায় তখন কুকুরগুলোকে ছেড়ে দেওয়া হয়, আর কুকুরগুলো ভেড়াগুলোকে ধাওয়া করতে থাকে যতক্ষন ভেড়াগুলো তাদের পালে ফিরে না আসে।”

শায়খ হালাকুর মেয়েকে বললেন, “তোমরা হলে সেই কুকুর!

আল্লাহ্ আমাদের উপর তোমাদেরকে লেলিয়ে দিয়েছেন যাতে করে আমরা ক্বুরআন ও সুন্নাহর পথে ফিরে আসি। যেইমাত্র আমরা ক্বুরআন ও সুন্নাহ্ এর পথে ফিরে আসবো, তৎক্ষনাৎ তিনিই তোমাদের আবদ্ধ করবেন যিনি তোমাদেরকে লেলিয়ে দিয়েছিলেন।”

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা এ গল্প থেকে আমরা পাই... আমরা তখনই বিজয়ী হবাে যখন আমরা আল্লাহর দিকে ফিরে আসবো।

অনুবাদক: Know Your Deen (ইউটিউব চ্যানেল)
https://t.me/MusannaEsa