Get Mystery Box with random crypto!

ঢাকা মেট্রোরেল প্রকল্প সম্পর্কি GK .... ঢাকা মেট্রোরেল ব্যব | Medi QBank📚

ঢাকা মেট্রোরেল প্রকল্প সম্পর্কি GK ....

ঢাকা মেট্রোরেল ব্যবস্থাকে কি বলা হয়?
উত্তরঃ ম্যাস রেপিড ট্রানজিড।

মেট্রোরেল প্রকল্প পরিচালক কোম্পানির নাম কি?
উত্তরঃ ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি।

ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি বা DMTCL কবে গঠন করা হয়?
উত্তরঃ ৩ জুন, ২০১৩।

DMTCL কেন গঠন করা হয়?
উত্তরঃ মেট্রোরেল নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, জরিপ, ডিজাইন ইত্যাদি কাজে।

RSTP কি?
উত্তরঃ Revised Strategic Transport Plan.

RSTP অনুযায়ী সরকার কয়টি ম্যাস রেপিড ট্রানজিড বা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে?
উত্তরঃ ৫ টি।

মেট্রোরেল প্রকল্প কবে থেকে বাস্তবায়ন শুরু হয়েছে?
উত্তরঃ ২০১৬ সাল থেকে।

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে ব্যায় হবে কত?
উত্তরঃ ২২ হাজার কোটি টাকা।

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কোন সংস্থা ঋন প্রদান করেন?
উত্তরঃ জাইকা।

মেট্রোরেল প্রকল্পে জাইকা কত শতাংশ ঋণ প্রদান করেন?
উত্তরঃ ৭৫ শতাংশ।

মেট্রোরেল প্রকল্পে জাইকার ঋণের পরিমান কত?
উত্তরঃ ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা।

মেট্রোরেল প্রকল্পে সরকারের অর্থায়নের পরিমাণ কত?
উত্তরঃ ৫ হাজার ৩৯০ কোটি টাকা।(২৫%)

মেট্রোরেলের প্রথম ধাপ চালু হবে কবে?
উত্তরঃ ২০২০ সালে ডিসেম্বরের দিকে।

মেট্রোরেলের প্রথম ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ উত্তরা-মতিঝিল।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলপথের নাম কি?
উত্তরঃ এমআরটি লাইন ৬।

মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে কত মিনিট?
উত্তরঃ ৩৫ মিনিট।

মেট্রোরেলের প্রথম ধাপে স্টেশন হবে কতটি?
উত্তরঃ ১৬ টি।

মেট্রোরেলের ১৬ টি স্টেশন কোথায় কোথায় নির্মাণ করা হবে?
বা
এমআরটি লাইন ৬ এর স্টেশন গুলো কোথায় কোথায়?
উত্তরঃ উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, আইএমটি, মিরপুর-১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ব্যাংক।

মেট্রোরেলের প্রথম ধাপের রেলপথের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২০.১০ কি.মি।

মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপে কতটি ট্রেন চলাচল করবে?
উত্তরঃ ২৪ টি।

মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপের প্রতিটি ট্রেনে কতটি বগি থাকবে?
উত্তরঃ ৬ টি।

মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস কত?
উত্তরঃ দুই মিটার।

মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা কত?
উত্তরঃ ১৩ মিটার।

মেট্রোরেলের একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব কত?
উত্তরঃ ৩০-৪০ মি।

মেট্রোরেলে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে কতটুক?
উত্তরঃ ১৩.৪৭ মেগাওয়াট।

মেট্রোরেলের বিদুৎ জোগানের জন্য কতটি উপকেন্দ্র নির্মাণ করা হবে?
উত্তরঃ ৫ টি।

মেট্রোরেলের বিদুৎ জোগানের জন্য উপকেন্দ্র গুলো কোথায় নির্মাণ করা হবে?
উত্তরঃ উত্তরা, পল্লবী, তালতলা, সোনারগাঁও ও বাংলা একাডেমি।

মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কত কি.মি হবে?
উত্তরঃ ৪.৪০ কি.মি।

মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ হোটেল সোনারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক।

মেট্রোরেলের তৃতীয় ধাপ কত কি.মি হবে?
উত্তরঃ ৪.৭ কি.মি।

মেট্রোরেলের তৃতীয় ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ পল্লবী থেকে উত্তরা।

অবস্থান> ঢাকা, বাংলাদেশ
পরিবহনের ধরন> দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা ।লাইনের (চক্রপথের) সংখ্যা> ১ (নির্মাণাধীন), ৫ (পরিকল্পিত)।
বিরতিস্থলের (স্টেশন)সংখ্যা>১৬(নির্মাণাধীন),৮৮(পরিকল্পিত)
দৈনিক যাত্রীসংখ্যা> ৬০,০০০ (প্রতি ঘণ্টায়)[১] (এমআরটি লাইন ৬)
প্রধান কার্যালয় > ঢাকা, বাংলাদেশ বাংলাদেশ
ওয়েবসাইট> www.dmtcl.gov.bd
চলাচল সম্ভাব্য চালুর তারিখ>২০২২
পরিচালক সংস্থা >ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
কারিগরি তথ্যঃ
মোট রেলপথের দৈর্ঘ্য>২০.১ কিমি (নির্মাণাধীন),১০৮.৬৪১ (পরিকল্পিত)
রেলপথের গেজ>আদর্শ গজ

সংগ্রহীত