Get Mystery Box with random crypto!

Arif Azad

चैनल का पता: @me_arifazad
श्रेणियाँ: धर्म
भाषा: हिंदी
ग्राहकों: 43.31K
चैनल से विवरण

Official Telegram channel of author Arif Azad
Follow Me On Other Social Platform:
Facebook Page: https://www.facebook.com/arifazad.bd
Youtube Channel: https://www.youtube.com/@ArifAzad/
Instagram: https://www.instagram.com/me.arifazad/

Ratings & Reviews

3.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

1

3 stars

0

2 stars

1

1 stars

0


नवीनतम संदेश 4

2024-01-13 05:41:29 #Reminder_From_The_Quran


‘তোমরা যেখানেই থাকো না কেনো, মৃত্যু তোমাদের নাগাল পাবেই৷ যদি তোমরা সুউচ্চ অট্টালিকার মধ্যেও থাকো—তবুও’।

— আল কুরআন, সূরা আন নিসা, আয়াত-৭৮।
15.1K views02:41
ओपन / कमेंट
2024-01-10 11:28:08
13.7K views08:28
ओपन / कमेंट
2024-01-08 15:05:17 আরবিতে খুব সুন্দর একটা কথা আছে—


‘আল্লাহর দেওয়া কোনো নেয়ামতকে যদি জীবনে দীর্ঘ সময় ধরে রাখতে চান, তাহলে সেই নিয়ামতের কথা মানুষকে বলে বেড়ানো থেকে যথাসম্ভব বিরত থাকুন’।
15.8K viewsedited  12:05
ओपन / कमेंट
2024-01-06 17:32:40 যে হালাল জিনিসটা খুব করে পেতে চান, প্রতিদিনের দুয়ায়, সিজদায়, তাহাজ্জুদে সেটা নিয়ম করে চাইতে থাকুন।

বান্দা যখন সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চায়, তিনি তাকে কখনোই ফিরান না।
15.3K viewsedited  14:32
ओपन / कमेंट
2024-01-04 17:00:24 জীবনটাকে যদি খুব ছন্দহারা মনে হয়, তিনটা জিনিস ঠিকঠাক আছে কী না দেখে নিন৷


১. সালাতের সাথে আপনার সম্পর্ক।

২. কুরআনের সাথে আপনার সম্পর্ক।

৩. বাবা-মা’র সাথে আপনার সম্পর্ক।
14.3K views14:00
ओपन / कमेंट
2024-01-03 10:12:47 মনে মনে ছেলে আর মনে মনে মেয়ে—এই কনসেপ্ট যে কতোখানি হাস্যকর তা একটা বাচ্চাও বুঝে ফেলবে যদি তাকে মিনিট দশেক জিনিসটা বোঝানো হয়৷ কিন্তু আমাদের পলিসি-মেকার, পাঠ্যপুস্তক প্রণেতারা কেনো এসব বুঝতে পারছেন না (অথবা বুঝতে চাইছেন না) সেটাই বড় আশ্চর্যের।


কিন্তু, এটার পেছনে অনেক বড় একটা এজেণ্ডা আছে। সেই এজেণ্ডাটা হলো—সমকামিতা।


বাংলাদেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এখানে আপনি এমন কোনো মতবাদ সরাসরি ছেড়ে দিতে পারবেন না যেটার বিষয়ে স্পষ্ট কুরআন হাদিসে নিষেধাজ্ঞা আছে কিংবা যেটাকে কুরআন আর হাদিসে খুব স্পষ্টভাবে ঘৃণিত পাপ হিশেবে উল্লেখ করা হয়েছে৷ ‘সমকামিতা’ সেগুলোর একটা।


আপনি যদি বলেন যে সমকামিতাকে আইন করে নর্মালাইজ করবেন, গোটা দেশ আপনার বিরুদ্ধে ফুঁসে উঠবে এবং আপনার এজেণ্ডা কিন্তু মাঠে মারা যাবে৷ তখন আপনি কী করবেন? আপনাকে কৌশলের আশ্রয় নিতে হবে৷


সমকামিতার কনসেপ্টটা কী? সমলিঙ্গের মানুষের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন, তাই না?


এখন, কোনো একটা ছেলে এসে যদি বলে তার আসলে মেয়েদের বিষয়ে কোনো আসক্তি কাজ করে না, ছেলেদের প্রতিই সে আকর্ষণ বোধ করে, আপনি কিন্তু মুহূর্তেই তাকে ‘সমকামি’ ক্যাটাগরিতে ফেলে দিতে পারবেন এবং ধর্মীয়ভাবে তাকে বয়কটও করতে পারবেন।


তবে, ছেলেটা যদি এসে বলে—শারীরিকভাবে সে ছেলে হলেও, মনে মনে সে নিজেকে মেয়ে মনে করে৷ যেহেতু সে মনে মনে মেয়ে এবং এই ‘মনে মনে’ মনে হওয়াটাই সর্বাধিক গ্রহণযোগ্য, সুতরাং, শারীরিকভাবে ছেলের শরীর নিয়েও সে যদি কোনো ছেলের প্রতি আকর্ষণ বোধ করে, সেটাকে কিন্তু সমকামিতা বলা যাবে না। কারণ, সে কিন্তু ‘মনে মনে’ মেয়ে এবং মেয়ে হয়ে সে পছন্দ করছে একজন ছেলেকেই।


এই ‘মনে মনে’ ছেলে-মেয়ের কনসেপ্টটা কীভাবে সমকামিতাকে নর্মালাইজ করে ফেলবে বুঝতে পারছেন তো?

ট্রJenণ্ডার মতবাদটাও এরকমই। সরাসরি পারা যাচ্ছে না, ব্যস একটা সার্জারি করে ফেলো। কাজ শেষ।


এই বিকৃত মতবাদগুলোর বিরুদ্ধে আমাদের কন্ঠকে সরব রাখতে হবে৷ চোখের সামনে আমাদের উঠতি প্রজন্মকে আমরা ধ্বংস হয়ে যেতে দেখতে পারি না।
18.0K views07:12
ओपन / कमेंट
2024-01-03 07:06:49
14.3K views04:06
ओपन / कमेंट
2024-01-01 05:21:37 শীত হলো ইবাদাতে মগ্ন হওয়ার ঋতু। এখন শীতকাল। ফ্যান্টাসি নয়, এই শীত হয়ে উঠুক রবের নৈকট্য হাসিলের অপূর্ব উপাখ্যান।



14.0K views02:21
ओपन / कमेंट
2023-12-31 18:36:05 আজকের রাতকে উদযাপন করার জন্যে কতো মানুষের কতো কতো প্ল্যান-প্রোগ্রাম! আঁতশবাজি, জুয়া, মদ, নারী, নেশা, নাচ আর গান— কতো কী! বছরের শেষ দিনটাকে বিদায় দিতে আর নতুন তারিখটাকে স্বাগত জানাতে তাদের আয়োজনের সে কী বাহার!

কিন্তু, শেষ রাতে উঠে কেউ কেউ জায়নামাযে হুঁ হুঁ করে কাঁদবে। সারাবছরের যাবতীয় গুনাহের কথা স্মরণ করে দু'চোখ ভরে অশ্রু ঝরাবে তারা। অতীতের সকল গুনাহের জন্য করজোড়ে ক্ষমাপ্রার্থনা করবে মহান রবের দরবারে, আর আকুতিভরে চাইবে নতুন বছরে তারা যেন অতীতের পাপগুলোতে ফিরে না যায়।

শেষোক্ত দলটা যদিও ক্ষুদ্র, কিন্তু গা ভাসানোর এই দুনিয়ায় যদি আপনি সেই ক্ষুদ্র দলের একজন হতে পারেন, ভাবুন তো কী দারুন হবে ব্যাপারটা!

গতানুগতিকতার দুনিয়ায় ব্যতিক্রম হতে পারাটা দারুন এক অর্জন বটে! চলুন আমরা সেই ব্যতিক্রমের পথে হাঁটতে শুরু করি...
13.1K views15:36
ओपन / कमेंट
2023-12-29 11:56:33
আলহামদুলিল্লাহ, অবশেষে অপেক্ষার অবসান।

‘জীবনের জাগরণ’ সিরিজ অত্যন্ত সমাদৃত, পাঠকপ্রিয় একটা সিরিজ। আমাদের নৈমিত্তিক ভুল আর ভ্রান্তিগুলোর তালিকা তৈরি করে, গল্প, আড্ডা আর স্মৃতিচারণ করতে করতে এই সিরিজের মাধ্যমে খুঁজে আনা হয় সেই ভুল আর ভ্রান্তির সমাধান।


যাপিত জীবনে জড়িয়ে থাকা সাধারণ ঘটনা, আপাতদৃষ্টিতে যেগুলোকে সামান্য আর ক্ষুদ্র বলে মনে হয়, সেগুলো থেকেও বের করে আনা হয় চিন্তার রসদ। ‘বেলা ফুরাবার আগে’, ‘এবার ভিন্ন কিছু হোক’ বই দুটো ছিলো এই সিরিজের প্রথম দুই কিস্তি। এই সিরিজের তৃতীয় কিস্তি হিশেবে, পাঠকদের কাছে দ্রুতই হাজির হচ্ছি ‘হায়াতের দিন ফুরোলে’ বইটিকে নিয়ে, ইন শা আল্লাহ।

হায়াতের দিন ফুরিয়ে গেলে নিভে যাবে জীবনের প্রদীপ। সেই অবধারিত, অনিবার্য ক্ষণটা চলে আসার আগে, আমরা আরেকবার জীবনের পেছনে তাকাতে পারি। নতুনভাবে করতে পারি অনেক হিশেব-নিকেষ। সেই হিশেব-নিকেষের ঘটনায়, ‘হায়াতের দিন ফুরোলে’ বইটা আপনার বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠতে পারে, ইন শা আল্লাহ।

বইমেলা ২০২৪। ‘হায়াতের দিন ফুরোলে’। ইন শা আল্লাহ, প্রকাশিত হবে সত্যায়ন প্রকাশন থেকে।

সকলের নিরন্তর দুয়াপ্রার্থী
14.5K views08:56
ओपन / कमेंट