Get Mystery Box with random crypto!

শুরাইহ আল ক্বাদী রাহিমাহুল্লাহ বলেছেন: 'কোন বিপদে পড়লে আমি চ | Arif Azad

শুরাইহ আল ক্বাদী রাহিমাহুল্লাহ বলেছেন:


'কোন বিপদে পড়লে আমি চারবার আল্লাহর প্রশংসা করি।


প্রথম প্রশংসা এই কারণে যে— যে বিপদ আমার ওপর আপতিত হয়েছে তা এরচেয়েও বেশি করুণ হতে পারতো আমার জন্যে, কিন্তু আল্লাহর অপার অনুগ্রহে তা হয়নি।


দ্বিতীয় প্রশংসা এই কারণে যে— এই বিপদে ধৈর্য্য ধারণ করার তাওফিক তিনি আমাকে দান করেছেন।


তৃতীয় প্রশংসা করি, কারণ— বিপদে পড়ামাত্র আমি পড়তে পারি 'ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন'। অর্থাৎ— আমরা আল্লাহর এবং তাঁর কাছেই আমরা ফিরে যাবো।' বিপদে এটা পড়ার কারণে আল্লাহর কাছে আমি বিশেষ পুরস্কার লাভের আশা রাখতে পারি।


চতুর্থ প্রশংসা করি এই কারণে যে— যে বিপদ আমার ওপর আপতিত হয়েছে তা অন্তত আর যা-ই হোক আমার ঈমানকে হুমকির মুখে ফেলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা ইচ্ছা করলে আমাকে ঈমানের পরীক্ষাতেও ফেলতে পারতেন।


[ সিয়ারু আলামীন নুবালা। ৪/১০৫। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ।]