Get Mystery Box with random crypto!

রাতের জন্য রামাদান মাসের শেষ দশ রাত, আর দিনের জন্য জিলহজ্ব মাস | Arif Azad

রাতের জন্য রামাদান মাসের শেষ দশ রাত, আর দিনের জন্য জিলহজ্ব মাসের প্রথম দশদিন আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালার চোখে সবচাইতে সেরা।

কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে— রামাদান মাসের শেষ দশ রাতের জন্য আমাদের যেটুক তোড়জোড়, আয়োজন আর আমলের চিন্তা থাকে, তার ক্ষুদ্রতম চিন্তাও জিলহজ্ব মাসের শুরুর দশ দিন নিয়ে আমাদের থাকে না। অথচ— আমাদের সালাফ তথা পূর্বসূরীদের কাছে জিলহজ্ব্বের শুরুর দশটা দিন রামাদানের শেষ দশ রাতের মতোই গুরুত্বপূর্ণ ছিলো। জিলহজ্ব্বের সময়টাকেও তারা ঠিক ততোখানি গুরুত্ব আর যত্নের সাথে কাটাতেন, যেভাবে কাটাতেন তারা রামাদানের শেষ দশ রাত্রির সময়গুলো।


আজকে আমাদের দেশে জিলহজ্বের চাঁদ দেখা যাওয়ার সমূহ সম্ভাবনা। চলুন, মাগরিব আসার আগেই আমরা আগামী দশদিনের জন্য একটা আমলের পরিকল্পনা তৈরি করে ফেলি। আরাফাহর দিনের সিয়াম তো অবশ্যই, বাকি দিনগুলোর মধ্যে কতোদিন সিয়াম রাখবো, কী পরিমাণ যিকির-আযকার করবো, কতো পারা কুরআন তিলাওয়াত করবো, কী পরিমাণ দান-সাদাকা করবো, কী কী বদ-অভ্যাস ছাড়বো, কোন কোন আমলের বই পড়বো তার একটা সুন্দর ছক তৈরি করে ফেলা যাক...