Get Mystery Box with random crypto!

ধর্মের দিকে ঝুঁকে থাকা বা ঝুঁকতে চাওয়া মুসলমান মাত্রই যে ‘অপরা | Arif Azad

ধর্মের দিকে ঝুঁকে থাকা বা ঝুঁকতে চাওয়া মুসলমান মাত্রই যে ‘অপরাধী’, ‘অবাঞ্চিত’, ‘অস্পৃশ্য’ এবং তার যে স্বাধীনভাবে কথা বলার, বেঁচে থাকার, ধর্ম পালনের স্বাধীনতাটুকুও থাকতে নেই, সেই বিষয়টা বার বার আমাদের সামনে এসে হাজির হয়।

মুসলমান বটতলায় কুরআন পাঠের আয়োজন করতে পারবে না। মুসলমান ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন করতে পারবে না। মুসলমানের ছেলে নিজের সেহরিতে গরু খেতে পারবে না। মুসলমানের ছেলে রামাদান বিষয়ক সেমিনার করতে পারবে না। সে বৃষ্টির জন্য সালাত আদায়ের অনুমতি পাবে না। মুসলমানের বেটি হিজাব পরে ক্লাশে আসলে শিক্ষক আর শিক্ষিকার হাতে লাঞ্চিত হবে।

শুধু তা-ই নয়, মুসলমান যদি কোনোভাবে জাতীয় পর্যায়ের ‘তারকা’ বনে যায় এবং তারপর ধর্মের পথে খানিকটা ঝুঁকতে শুরু করে, তাহলে তাকেও ছাড় দেওয়া হবে না।

মুশফিকুর রহিম এইখানে কুরবানির গরু জবাইয়ের ছবি ফেইসবুকে দিতে পারবে না, আমাদের সুশীল সমাজ রৈ রৈ করে তেড়ে আসবে। নায়িকা শাবানা মাথায় হিজাব দিতে পারবে না, তাতে এই দেশের সংস্কৃতিমনাদের মান ইজ্জত চলে যাবে। কোনো উঠতি নায়িকা অভিনয় ছেড়ে ধর্মের পথে ফিরতে পারবে না, এতে করে সে পশ্চাদপদ হয়ে যায়। বুয়েটে পড়া ছেলে ধর্মকর্ম করতে পারবে না। ধর্মকর্ম করা মানেই সে উজবুক, গোঁড়া আর ধর্মান্ধ।


এখানে মুসলমান মাত্রই যেন ঊনমানুষ।