Get Mystery Box with random crypto!

আমি কেনো অন্যের দোষ-ত্রুটি অন্বেষণ, অন্যের পেছনে লেগে থাকা, অন | Arif Azad

আমি কেনো অন্যের দোষ-ত্রুটি অন্বেষণ, অন্যের পেছনে লেগে থাকা, অন্যকে হেয় করা, অন্যের সমালোচনায় মুখর থাকি না জানেন? উত্তরটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছ থেকেই শুনুন। তিনি বলেছেন:



'আমি এমন অনেক লোককে দেখেছি যাদের কোন দোষ-ত্রুটি ছিলো না৷ কিন্তু, যখনই তারা অন্যের দোষ-ত্রুটি খুঁজতে ব্যতিব্যস্ত হয়ে পড়লো, শেষে দেখলাম সেই দোষ-ত্রুটিগুলো তাদের মধ্যেও ভর করেছে।


আবার, আমি এমনও অনেক লোককে চিনি যাদের মধ্যে প্রচুর দোষ-ত্রুটি ছিলো। কিন্তু, তাদেরকে কখনোই অন্যের দোষ-ত্রুটি তালাশ করতে দেখিনি। একসময় দেখলাম, তাদের মধ্যে যে দোষ-ত্রুটিগুলো ছিলো, সময়ের পরিক্রমায় সেগুলো আস্তে আস্তে চলে গেছে'।


যেহেতু আমি নিজে একজন দোষ-ত্রুটি ওয়ালা মানুষ এবং সেই দোষ-ত্রুটির পরিমাণ অত্যন্ত বেশি, সেহেতু আমি ইমাম মালিক রাহিমাহুল্লাহর দেখা সেই সমস্ত ব্যক্তিদের মতো হতে চাই যারা অন্যের দোষ তালাশ করতো না বলে আল্লাহ তাদের দোষ-ত্রুটি দূর করে দিয়েছিলেন।