Get Mystery Box with random crypto!

ইমাম আহমাদ ইবনু হাম্বাল রহিমাহুল্লাহর ঘরে এক রাত্রে তার একজন ছ | Arif Azad

ইমাম আহমাদ ইবনু হাম্বাল রহিমাহুল্লাহর ঘরে এক রাত্রে তার একজন ছাত্র রাত্রিযাপন করে। ঘুমোনোর আগে ইমাম আহমদ ইবনু হাম্বাল সেই ছাত্রের বিছানার পাশে পানির একটা পাত্র রেখে দেন যাতে করে শেষ রাত্রিতে উঠে ওই ছাত্র অজু করে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে। ফজর সালাতের সময়ে তার ঘরে এসে যখন ইমাম আহমাদ পাত্রের পানিকে আগের অবস্থাতে মজুদ দেখলেন, তিনি বিস্ময়-ভরা কণ্ঠে বলে উঠলেন—‘সুবহানাল্লাহ! ইলম অনুসন্ধানী কিন্তু রাত্রে তাহাজ্জুদ পড়ে না!’ 


( ‘হায়াতের দিন ফুরোলে’ বই থেকে নেওয়া।)