Get Mystery Box with random crypto!

কুরআন আর হাদিসের অনেক অনেক জায়গায় এভাবে বলা আছে— 'যারা আমাকে ড | Arif Azad

কুরআন আর হাদিসের অনেক অনেক জায়গায় এভাবে বলা আছে— 'যারা আমাকে ডাকে', 'যারা আমার কাছে চায়', 'যারা আমাকে স্মরণ করে', 'যারা আমার শরণাপন্ন হয়' ইত্যাদি।


এসবগুলোর একটাই অর্থ— দুয়া!



আল্লাহর কাছে চাওয়া। জীবনের যেকোন দরকারে, হোক সেটা ছোট কিংবা বড়, আল্লাহর কাছে চাওয়াটাকে আমরা যেন আমাদের দৈনন্দিন রুটিন বানিয়ে নিতে পারি।


তিরমিজীর এক হাদিসে পাওয়া যায়, আম্মাজান 'আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, 'আল্লাহর কাছেই চাও যদি তা জুতোর ফিতেও হয়। কেননা— যদি আল্লাহ না চান, সেটাও তোমার কপালে জুটবে না'।



কদাচিৎ নয়, আল্লাহর কাছে চাওয়াটা হোক আমাদের নৈমিত্তিক অভ্যাস।