Get Mystery Box with random crypto!

ধরা যাক মৃত্যু একটা ট্রেন। আমরা তো জানি এই ট্রেনে আমাদের সবাইক | Arif Azad

ধরা যাক মৃত্যু একটা ট্রেন। আমরা তো জানি এই ট্রেনে আমাদের সবাইকে অবশ্যই চড়তে হবে। সেই ট্রেনে উঠার আগে সকলে নানান ধরণের সদাইপাতি গুছিয়ে নিচ্ছে। কারো ঝুলিতে ভরপুর ঈমান আর তাওয়াক্কুল পরিবেষ্টিত আমল। কারো ঝুলিতে আমলের পরিমাণ কম হলেও তা একেবারে খাঁটি। আর কারো কারো ঝুলি একেবারে খালি—তাতে না আমল আছে আর না আছে ঈমান।
সত্যি করে বলুন তো—উপরের তিন দলের মাঝে কোন দলে আপনি নিজেকে দেখতে চান?

আমরা সকলে অবশ্যই প্রথম দলটাতে থাকতে চাইবো যারা দুনিয়া থেকে বোঝাই করে আমল নিয়ে ফিরবে। মৃত্যুর সেই ট্রেনে যদি আমরা প্রথমদলের যাত্রী হতে চাই, আমাদেরকে ভীষণভাবে কাজে লাগাতে হবে হায়াতের সময়গুলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে জানতে হবে এবং সে মোতাবেক গুছিয়ে নিতে হবে নিজেদের জীবন।


‘বয়স বাড়লে আমল-ইবাদাত শুরু করবো’—এমন একটা প্রবণতা দেখা যায় মানুষের মাঝে। এটা শয়তানের ধূর্তামি বৈ কিছু নয়। ভবিষ্যতের যে সময়ে আমল ইবাদাত করার কথা আপনি চিন্তা করছেন, সেই সময়টার দেখা যে আপনি পাবেন তার নিশ্চয়তা কে দেবে? কতো সুন্দর বলেছেন হাসান আল বসরী রাহিমাহুল্লাহ:

‘আদম সন্তান! তুমি তো কতিপয় দিনের সমষ্টি কেবল। যখন একটা দিন পার হয়, আদতে তোমার একটা অংশও সাথে সাথে হারিয়ে যায়’।