Get Mystery Box with random crypto!

প্লে-স্টোরে থাকা যেসব অ্যাপ থেকে আপনি ফ্রি বই পড়বেন, সেগুলো কি | Arif Azad

প্লে-স্টোরে থাকা যেসব অ্যাপ থেকে আপনি ফ্রি বই পড়বেন, সেগুলো কিন্তু আদৌ ফ্রি নয়। আপনাকে তারা অ্যাড দেখাবে এবং তার বদৌলতে ওই মালিকের অ্যাকাউন্টে টাকা জমা হবে। তাহলে, জিনিসটা কি ফ্রি হলো আদৌ? সরাসরি না দিলেও, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ঠিকই দিচ্ছি টাকা।

অন্যদিকে, সুকুন অ্যাপ সম্পূর্ণভাবে অ্যাডস-ফ্রি। এটা লেখক-প্রকাশকের অনুমতি সাপেক্ষে তৈরি, তাই কারো হক ক্ষুণ্ণ হওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। তাছাড়া, এই উদ্যোগের সাথে জড়িতরা যদি এই ইনিশিয়েটিভে সফলতা পান, তারা আরো ভালো, কল্যাণকর কাজে উদ্বুদ্ধ হবেন ইন শা আল্লাহ। কিন্তু যারা লেখক-প্রকাশকের অনুমতির তোয়াক্কা করেন না, যারা তাদের হকের কথাও ভাবেন না, তাদের দ্বারা দ্বীনের জন্য কল্যাণকর কিছু হওয়া দূরূহ ব্যাপার।

সবশেষে, আপনি কি তাহলে প্লে-স্টোরে থাকা ফ্রি অ্যাপস অথবা গুগলে থাকা ফ্রি পিডিএফ পড়তে পারবেন না? অবশ্যই পারবেন। কেউ পড়তে চাইলে তাকে পড়তে বারণ করার এখতিয়ার আমরা রাখি না। তবে, আমরা একটা বৈধ, সুন্দর আর প্রফেশনাল অপশনও তৈরি করে রাখলাম সুকুন অ্যাপের মাধ্যমে। কেউ যদি মনে করেন যে—সুকুন থেকে পড়লে ভালোভাবে পড়াও হবে, বৈধ জায়গা থেকে পড়া হবে এবং লেখক-প্রকাশকের একটা উদ্যোগকেও সমর্থন করা হবে, তাহলে সুকুন অ্যাপ থেকেই আপনি পড়তে পারেন।

.
( প্লে-স্টোরে 'SUKUN' লিখে সার্চ দিলে পাওয়া যাবে অ্যাপটি। অথবা, সরাসরি ডাউনলোড করা যাবে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকেও।)

.
হ্যাপি রিডিং! জাযা’কুমুল্লাহ খাইর