Get Mystery Box with random crypto!

অনেকে বলে, ‘দ্বীন থেকে দূরে সরে যাচ্ছি। ফিরতে চাই, কিন্তু পারি | Arif Azad

অনেকে বলে, ‘দ্বীন থেকে দূরে সরে যাচ্ছি। ফিরতে চাই, কিন্তু পারি না কোনোভাবে’।


কিন্তু, যদি তাদেরকে জিগ্যেশ করা হয়, ‘দ্বীনের জন্য কতোখানি সময় আপনি বরাদ্দ রাখতে রাজি প্রতিদিন?
তাদের অধিকাংশের উত্তরই অত্যন্ত হতাশাজনক হবে৷ তারা কাজ, ব্যস্ততা ইত্যাদির অযুহাত দেখিয়ে বলবে, ‘আসলে ভাই, সময় পাই না’।


যে জিনিসে সময় দেওয়া হয় না, সে জিনিসের সাথে দূরত্ব তৈরি হওয়াই স্বাভাবিক নয় কি?


আপনার ইচ্ছা যে আপনি ইলন মাস্কের মতো বিলিয়নিয়ার হবেন, কিন্তু সারাদিনমান আপনি যদি সোশ্যাল মিডিয়া অথবা গেইমস আর সিনেমা দেখার মধ্যে ডুবে থাকেন, কীভাবে তৈরি হবে আপনার বিলিয়নিয়ার হওয়ার পথ? যে জিনিসটা আপনার অনেকবেশি দরকার, যেটাকে ঘিরে আপনার স্বপ্ন আবর্তিত হয়, সেটা তো অবশ্যই অবশ্যই আপনার ‘সময়’ পাওয়ার হকদার৷


দেখুন, সংসারে সময় না দিলে স্বামী-স্ত্রীর মাঝে ডিভোর্স হয়ে যায়। সন্তানদের সময় না দিলে তারা বখে যায়। এমনকি—বারান্দার টবে থাকা গাছটার পরিচর্যা করা না হলে এক ভোরবেলায় দেখবেন সেটা মরে শুকিয়ে আছে।


দ্বীনের বিষয়টাও এমন। আপনি দ্বীন থেকে দূরে সরে যাচ্ছেন মানে—দ্বীনকে আসলে আপনি সময় দিচ্ছেন না৷ কুরআন হাদিস নিয়ে প্রতিদিন বসছেন না৷ কুরআনের তাদাব্বুর করছেন না৷ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিরাজি নিয়ে নিয়মিত ভাবছেন না।