Get Mystery Box with random crypto!

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার এক নাম হলো ‘আল হাদী’ তথা পথ প্রদর | Arif Azad

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার এক নাম হলো ‘আল হাদী’ তথা পথ প্রদর্শনকারী। তিনি আপনাকে নানান উপায়ে সঠিক পথের সন্ধান দিয়ে যান।


বেশ অনেক বছর পরে যখন আপনি সন্তান লাভ করেন, আপনার মন আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় নুইয়ে আসে এবং তাঁর প্রতি আপনার বিশ্বাস আরো পোক্ত হয়। আপনি আরো গভীরভাবে তাঁর ইবাদাতে মগ্ন হোন৷


সন্তান দানের মাধ্যমে তিনি আপনাকে তাঁর আরো নিকটে টেনে নেন। আপনাকে দেখান সিরাতুল মুস্তাকীমের পথ, আপনার হৃদয়কে আমল আর ইবাদাতের জন্য করে দেন আরো প্রশস্ত। কারণ— তিনি হলেন আল হাদী। তিনি সন্ধান দেন পথের।


মাঝে মাঝে প্রিয়জনের মৃত্যু আপনাকে ভীষণভাবে ধাক্কা দিয়ে যায়। জীবন আর মৃত্যুর রহস্য নিয়ে আপনি ভাবাতুর হয়ে পড়েন। দুনিয়ার জীবন যে একটা সংক্ষিপ্ত সফর বৈ কিছু নয়—সেই বোধ আপনার মনে তৈরি হয়৷ আপনি তৎপর হয়ে উঠেন আখিরাতের বিষয়ে৷


অন্যজনের মৃত্যুর মাধ্যমে তিনি আপনাকে মুক্তির পথে টেনে নিয়ে আসেন৷ বদলে দেন আপনার চিন্তার জগত, পাল্টে দেন আপনার গতানুগতিক জীবনধারা৷ কারণ—তিনি হলেন আল হাদী। তিনি এভাবেও আপনাকে পথ দেখান।


(অপ্রকাশিত পাণ্ডুলিপি থেকে)