Get Mystery Box with random crypto!

আমর ইবনু মুহাজির রাহিমাহুল্লাহ বলেন, উমার ইবনু আবদিল আযীয রাহি | Arif Azad

আমর ইবনু মুহাজির রাহিমাহুল্লাহ বলেন, উমার ইবনু আবদিল আযীয রাহিমাহুল্লাহর একটি ঘর ছিলো যেখানে তিনি প্রায়'শ নির্জন সময় কাটাতেন। ঘরটিতে মজুদ ছিলো রাসুলুল্লাহ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত কিছু জিনিসপত্র— খেঁজুর পাতার বিছানাসহ একটা খাট, কাঠের একটি অমসৃণ পাত্র যা থেকে নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন, একটি ভগ্ন-মাথা মাটির পাত্র যেখানে রাখতেন বিভিন্ন জিনিসপত্র, আর একটি চামড়ার বালিশ যার ভেতরে ছিলো খেঁজুর গাছের আঁশ অথবা রাবারসদৃশ ধুলোমলিন সস্তা মখমল; দীর্ঘদিন ব্যবহারের ফলে বালিশটিতে নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের ছাপ লেগে আছে।


(এগুলো কুরাইশদের দেখিয়ে) উমার ইবনু আবদিল আযীয রাহিমাহুল্লাহ বলতেন, ‘ওহে কুরাইশ! এ উত্তরাধিকার তো সেই ব্যক্তির যার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া'তাআলা তোমাদের সম্মান ও প্রভাব-প্রতিপত্তির অধিকারী বানিয়েছেন। তোমরা যা দেখতে পাচ্ছো— কেবল এতোটুকু রেখেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন’।