Get Mystery Box with random crypto!

আয়িশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন কয়েকজন যুবক খুব আস্তে আস্তে অসু | Arif Azad

আয়িশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন কয়েকজন যুবক খুব আস্তে আস্তে অসুস্থদের মতো হাঁটছে। তখন তিনি তাঁর সাথে থাকা অন্যদের জিগ্যেশ করলেন, ‘এরা কারা?’

তারা উত্তরে বললেন, ‘এরা আল্লাহর ইবাদাতগুজার একদল বান্দা’।


আয়িশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ‘শোনো, ওমর ইবনুল খাত্তাব রাদিআল্লাহু আনহু যখন হাঁটতেন তখন খুব জোরে হাঁটতেন। যখন কথা বলতেন তখন সবাইকে শুনিয়ে বলতেন। যখন আঘাত করতেন ব্যথা পাইয়ে দিতেন। আর— কাউকে খাওয়ালে তৃপ্তি সহকারে খাওয়াতেন। তিনিই তো ছিলেন প্রকৃত ইবাদাতগুজার’। (১)


দেখুন— প্রাত্যহিক জীবনে মানুষকে দেখানোর জন্যে আমরা অনেককিছুই করে থাকি যা আমরা স্বাভাবিক অবস্থায় কিংবা নিজেদের ঘরে, নিজেদের নিকটজন— স্ত্রী-সন্তান, বাবা-মা’র সাথে করি না।


কীরকম?


এই যেমন ধরুন অপরিচিত বা নতুন পরিচিত কারো সামনে আমরা খুব মিহি এবং নরম স্বরে কথা বলি। তাদের বোঝাতে চাই যে— আমরা একেবারেই মাটির মানুষ। খুব নরম স্বভাবের, ঠাণ্ডা মেজাজের। কিন্তু এই একই লোকটাই হয়তো ঘরে বাচ্চাদের সাথে, বউয়ের সাথে গলা উঁচিয়ে কথা বলে।


এই যে দুই জায়গায় দুই রকমের ভান ধরা— এটাই হলো রিয়া তথা লোক দেখানো কাজ।


স্বাভাবিকত্ব ধরে রাখুন। আপনি প্রকৃত অর্থে যা, তা প্রকাশ অস্বস্তি বোধ করার কিছুই নেই৷ আপনি যা নন তা প্রকাশ করতে চাইলে সংশোধনের সুযোগটাও শেষমেশ হারিয়ে ফেলবেন।

.

রেফারেন্স:

(১) মাদারিজুস সালেকীন, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ।