Get Mystery Box with random crypto!

- 'মানুষ যদি বুঝতে পারতো যে— তার স্ত্রী হিশেবে যাকে আল্লাহ সুব | Arif Azad

- 'মানুষ যদি বুঝতে পারতো যে— তার স্ত্রী হিশেবে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা নির্ধারণ করে রেখেছেন, যতো চেষ্টাই করা হোক না কেনো— সে ছাড়া আর কেউ কোনোদিনও তার জীবনে আসবে না, তাহলে যুবকেরা হারাম সম্পর্কে জড়িয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করতো না। ধরুন— যদি বলা হয় আগামিকাল এক লাখ টাকার একটা চেক সরাসরি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে, সেই চেকের আশায় স্টেশানে গিয়ে আপনি কি অপেক্ষা করতে থাকবেন?'



- 'কিন্তু দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা তাকদিরে যাকে রেখেছেন সে-ই আমাদের জীবনে আসবে তা মানি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা তো এটাও চান যেন আমরা চেষ্টা করি, তাই না?'


- 'আলবৎ আপনি চেষ্টা করবেন। তবে— সেই চেষ্টা মানে একটা মেয়ের পেছনে ঘুরঘুর করা নয়। রাত জেগে একটা মেয়ের সাথে ফোনে কথা বলা, চ্যাটিং করা নয়। তাকে নিয়ে পার্কে ঘুরাঘুরি করা, রেস্টুরেন্টে খাওয়া, রিক্সায় চড়া, কক্সবাজার যাওয়া, তাকে মুগ্ধ করার জন্যে জানপ্রাণ বিলিয়ে দেওয়া নয়। এসমস্তকিছুই হারাম। যে চেকটা নির্বিঘ্নে আপনার বাসায় পৌঁছাবে বলে আপনি নিশ্চিতভাবেই জানেন, সেই চেকের জন্য স্টেশান মাস্টারকে মোটা অঙ্কের ঘুষ প্রদানের মতোই ব্যাপারটা। মাঝখান থেকে ক্ষতিটা আপনারই— স্টেশানে অপেক্ষা করে সময় নষ্ট করলেন, স্টেশান মাস্টারকে ঘুষ দিয়ে টাকা অপচয় করলেন। অথচ— এসবের কোনোকিছু না করলেও আপনার চেক আপনার হাতে আসতোই।'



- 'তো, চেষ্টা করা বলতে আপনি কী বুঝেন?'



- 'চেষ্টা করা মানে নজরের হেফাযত করা, চরিত্রকে পরিশুদ্ধ করা। আখলাক তথা আচার-ব্যবহার সুন্দর করা, সুসংহত জীবন গঠনে কী কী করা দরকার তা জানা ও শেখা, জ্ঞান আহরণ করা, স্ত্রীর হক সম্পর্কে জানা ও তা আদায়ের ব্যাপারে নিজেকে প্রস্তুত করা ইত্যাদি।'