Get Mystery Box with random crypto!

ঝর্ণার পাড়ে থাকা কোন এক পাথরে যদি একফোঁটা শিশির পড়ে, সেই শিশির | Arif Azad

ঝর্ণার পাড়ে থাকা কোন এক পাথরে যদি একফোঁটা শিশির পড়ে, সেই শিশির কণায় কিন্তু পাথরের আকৃতিতে কোন পরিবর্তন আসে না। তবে, ঝর্ণা থেকে রোজ যদি টুপ টুপ করে ওই পাথরের ওপর পানি ঝরে পড়তে থাকে, সময়ের পরিক্রমায় একদিন সত্যি সত্যিই কিন্তু পাথরের আকৃতিতে পরিবর্তন আসতে বাধ্য।


আপনার ভালো কাজ, ভালো আমল, ভালো আচরণগুলোকে শিশির কণা হতে দেবেন না যা খুবই অনিয়মিত, ক্ষণস্থায়ী এবং অন্তরের পরিবর্তন সাধনে যা খুবই অপর্যাপ্ত। সেগুলোকে ঝর্ণা থেকে নেমে আসা অবারিত পানির ফোঁয়ারা হতে দিন যা হবে নিয়মিত, দীর্ঘস্থায়ী এবং আপনার অন্তরের পরিবর্তন সাধনে ব্যাপক কার্যকরী।