Get Mystery Box with random crypto!

‘আতা রাহিমাহুল্লাহ বলেছেন— ‘যদি পারো, আরাফাহর দিন আসর থেকে মাগ | Arif Azad

‘আতা রাহিমাহুল্লাহ বলেছেন— ‘যদি পারো, আরাফাহর দিন আসর থেকে মাগরিবের সময় পর্যন্ত সবকিছু থেকে নিজেকে একাকী করে নাও’।


আরাফাহর দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করে দেন। দুআ কবুলের জন্য এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ‘আতা রাহিমাহুল্লার পরামর্শ হলো— আরাফাহর দিন আসর থেকে মাগরিবের সময় পর্যন্ত নিজেকে একলা করে ফেলা, অর্থাৎ দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে নিজেকে আলাদা করে, কেবলমাত্র রবের স্মরণ— যিকির, আযকার, কুরআন তিলাওয়াত আর দুআতে নিমগ্ন হওয়া।