Get Mystery Box with random crypto!

সম্পর্ক চারাগাছের মতো— এতে পানি দিতে হয়, সার দিতে হয়, পরিষ্কার | Arif Azad

সম্পর্ক চারাগাছের মতো— এতে পানি দিতে হয়, সার দিতে হয়, পরিষ্কার করে দিতে হয় চারপাশের আগাছা।

সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। তার মানে কিন্তু এই নয় যে— একজন কেবল অন্ধের মতো বিশ্বাস করেই যাবে আর অন্যজন হয়ে উঠবে স্বেচ্ছাচারী। আপনাকে অন্ধভাবে বিশ্বাস করার জন্য প্রতিনিয়ত বিপরীত দিকের মানুষটার সামনে কার্যকারণ হাজির করতে হবে।


বিয়ের মতো পবিত্র সম্পর্কও যত্নের অভাবে ভেঙে যেতে বাধ্য, সেখানে বন্ধুত্ব, ব্যবসায়িক সম্পর্ক তো একেবারে হিশেবের বাইরে।


সম্পর্ক টিকানোর মূলমন্ত্র একটাই— বিপরীতদিকের মানুষটাকে সম্মান করা, তাকে বোঝা এবং তার প্রতি যত্নবান হওয়া৷ সেটা বন্ধুত্ব, আত্মীয়তা, পারিবারিক বা ব্যবসায়িক— যে বন্ধনই হোক।