Get Mystery Box with random crypto!

রাত হিশেবে সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত হলো রামাদান মাসের লাইলাতুল | Arif Azad

রাত হিশেবে সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত হলো রামাদান মাসের লাইলাতুল কদরের রাত, আর দিন হিশেবে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জিলহজ্বের প্রথম দশদিন।


আমরা নিশ্চিতভাবে জানি না রামাদানের কোন রাতটা কদরের রাত হতে যাচ্ছে। তাই আমরা শেষ দশকের পুরোটাজুড়ে সেই রাতটাকে তালাশ করি।


কিন্তু জিলহজ্বের দশদিনই যেহেতু অত্যন্ত মর্যাদার, তাই এখানে কদর রাতের মতো তালাশের প্রয়োজন হয় না৷ প্রতিটি দিনেই আমরা নিয়মমাফিক অধিক আমল করে যেতে পারি৷

তবে— এই দশদিনের মাঝে আবার সবচেয়ে সেরা দিনটা হলো আরাফাহর দিন, মানে যেদিন হাজীরা আরাফাহর ময়দানে থাকেন। সেই দিনটাকে ঘিরে আমরা রাখতে পারি একটা ‘এক্সক্লুসিভ আমল’ শিডিউল৷ সেদিন সিয়াম রাখা, অত্যধিক যিকির আযকার করা, তাহাজ্জুদ দিয়ে দিনটা শুরু করা, অনেকবেশি কুরআন তিলাওয়াত করা ইত্যাদি।


আমলময় কাটুক আমাদের ঈদুল আযহা— এই কামনায়।