Get Mystery Box with random crypto!

একজন মুমিনের হারানোর কিছুই নেই৷ যা কিছু তার কাছ থেকে অন্যায়ভাব | Arif Azad

একজন মুমিনের হারানোর কিছুই নেই৷ যা কিছু তার কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয় কিংবা তার প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়- আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আখিরাতে তাকে সেসবের বদলা হিশেবে অফুরান নিয়া'মত দান করবেন।

হতভাগা তো বরং সে যে তার সাথে অন্যায় আর অবিচার করে।