Get Mystery Box with random crypto!

Geography GK • গ্রিক শব্দ ‘Geo' (জিও)-এর অর্থ কী? ⇒ পৃথিবী। | Kolom

Geography GK

• গ্রিক শব্দ ‘Geo' (জিও)-এর অর্থ কী?
⇒ পৃথিবী।

• গ্রিক শব্দ Graphi (গ্রাফি)-এর অর্থ কী?
⇒ বর্ণনা।

• ভূগােল হল সেই বিজ্ঞান, যা প্রকৃতির সঙ্গে সম্পর্ক যুক্ত’-উক্তিটি কার?
⇒ কার্ল রিটার।

• ভূগােলকে—‘দেশিক বিজ্ঞান’ (Spatial science) বলেছেন কে?
⇒ মার্কিন ভূগােলবিদ স্কিফার।

Follow us
Website https://www.onlinedairy.in
Telegram https://t.me/onlinedairybengali

• ভূগােল হল মানচিত্র অঙ্কন করা একথা কে বলেছেন?
⇒ ক্লডিয়াস টলেমি।

• ভূগােলের আলােচ্য বিষয় হল ভূ-পৃষ্ঠের বৈচিত্র্যময় চরিত্রের নিভূল সুশৃঙ্খল ও যুক্তিসঙ্গ ত বর্ণনা ও ব্যাখ্যা দান’ এ কথা কে বলেছেন?
⇒ পিটার হার্ট শােন।

• ভূগােল-গাণিতিক, প্রাকৃতিক, রাজনৈতিক ও ঐতিহাসিক বিষয়গুলির সমন্বয় চিত্র’ একথা কে বলেছেন?
⇒ তুরস্কের স্রাবাে।

• “মানুষের বাসভূমিরূপে পৃথিবীর চর্চা”—উক্তিটি কার?
⇒ এরাটস্থেনিস।

• সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি?
⇒ ৯টি।

• সৌরজগতের দূরতম গ্রহ কোনটি?
⇒ নেপচুন।

Follow us
Website https://www.onlinedairy.in
Telegram https://t.me/onlinedairybengali

• গ্রহদের মধ্যে পৃথিবী আয়তনে কততম?
⇒ পঞ্চম।

• বৃহস্পতি পৃথিবী অপেক্ষা কত বড়াে?
⇒ ১৫০০ গুণ।

• সৌরদিন নক্ষত্র দিন অপেক্ষা কত বড়াে?
⇒ ৩মি. ৫৫.৯১ সে.।

• পৃথিবীর মেরু কক্ষপথের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে?
⇒ ৬৬২ ডিগ্রি।

• মহাবিষুব হয় কোন তারিখকে?
⇒ ৪ জুলাই।

• জলবিষুব হয় কোন তারিখকে?
⇒ ২৩ সেপ্টেম্বর।

• নিরক্ষরেখার অক্ষাংশ কত?
⇒ 0°

• কর্কটক্রান্তি রেখার মান কত?
⇒ ২৩ – ডিগ্রি উঃ।

• গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িকে কী বলে?
⇒ ক্রনােমিটার।

• অনুসূর অবস্থান ঘটে কোন তারিখে?
⇒ ৩ জানুয়ারি।

• একটি পূর্ণআবর্তনে পৃথিবীর কত সময় লাগে?
⇒ ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সে.।

Follow us
Website https://www.onlinedairy.in
Telegram https://t.me/onlinedairybengali

• অপসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত থাকে?
⇒ ১৪ কোটি ৭২০ লক্ষ কিমি।

• অনুসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত থাকে?
⇒ ১৫ কোটি ২০ লক্ষ কিমি।

• কোনাে স্থানের সাথে তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের ব্যবধান কত?
⇒ ১২ ঘণ্টা।

• প্রতিপাদ স্থানের সাথে কোনাে স্থানের দ্রাঘিমার পার্থক্য কত?
⇒ ১৮০°।

• আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে কত ডিগ্রি দ্রাঘিমার উপর?
⇒ ১৮০°।

Follow us
Website https://www.onlinedairy.in
Telegram https://t.me/onlinedairybengali

• কর্কট সংক্রান্তি হয় কবে?
⇒ ২১ জুনে।

• মকর সংক্রান্তি হয় কবে?
⇒ ২২ ডিসেম্বরে।

• সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
⇒ বৃহস্পতি।

• মেরু ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য কত?
⇒ ৪৩ কিমি।

• পৃথিবীর গড় ব্যাসার্ধ ৬৪০০ কিমি নির্ণয় করেন কে?
⇒ এরাটস্থেনিস।

• কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ ঘণ্টায় কত?
⇒ ১৫৩৬ কিমি।

Follow us
Website https://www.onlinedairy.in
Telegram https://t.me/onlinedairybengali

• পৃথিবীর পরিক্রমণ বেগ সেকেন্ডে কত?
⇒ ৪০ কিমি।

• নিরক্ষরেখার আবর্তন বেগ ঘণ্টায় কত?
⇒ ১৬৯০ কিমি।

• ভূ-পৃষ্ঠের কোনাে অংশের আকস্মিক কম্পনকে কী বলে?
⇒ ভূমিকম্প।

• পৃথিবীতে প্রতিবছর গড়ে কতবার ভূমিকম্প হয়?
⇒ ৫ লক্ষ বার।

• ভূমিকম্পের কেন্দ্র ভূ-পৃষ্ঠ থেকে কত কিমি গভীরে?
⇒ ১৬ কিমি গভীরে।

• ভূমিকম্পের কেন্দ্রের নিকটতম ভূ-পৃষ্ঠস্থ স্থানকে কী বলে?
⇒ উপকেন্দ্র।

• Sesmograph শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
⇒ গ্রিক।

• Sesmos কথার অর্থ কী?
⇒ ভূমিকম্প।

Follow us
Website https://www.onlinedairy.in
Telegram https://t.me/onlinedairybengali