Get Mystery Box with random crypto!

*সৌরজগত বিষয়ক  জেনারেল নলেজ  প্রশ্নোত্তর* 1.প্লুটো আবিষ্কৃত | JOBS DESTINATION ACADEMY (OFFCIAl),

*সৌরজগত বিষয়ক  জেনারেল নলেজ  প্রশ্নোত্তর*


1.প্লুটো আবিষ্কৃত হয় কত সালে?
উঃ ১৯৩১ সালে।

এরকম গুরত্বপূর্ন GK এবং প্রতিদিন ফ্রী MockTest দিতে আমাদের টেলিগ্রাম join করুন
https://t.me/JOBS_DESTINATION

2.প্লুটোর কয়টি উপগ্রহ আছে?
উঃ ১ টি।
3.আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
উঃ লুব্ধক।
4.সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
উঃ পিস্টল স্টার।
5.সবুজ গ্রহ কাকে বলা হয়?
উঃ ইউরেনাসকে।

6.শান্ত সাগর কোথায় অবস্থিত?
উঃ চাঁদে।
7.হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল?
উঃ ১৯৮৬ সালে।
8.কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে?
উঃ ৭৬ বছর।
9.গ্যালাক্সির বাংলা নাম কী?
উঃ ছায়াপথ।
10.পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসতে কত সময় লাগে?
উঃ সাড়ে ২৯ দিন।

এরকম গুরত্বপূর্ন GK এবং প্রতিদিন ফ্রী MockTest দিতে আমাদের টেলিগ্রাম join করুন
https://t.me/JOBS_DESTINATION

11.সূর্যের মাধ্যাকর্ষণ পৃথিবীর কত গুণ?
উঃ ২৮ গুণ।
12.পৃথিবীর তুলনায় চাঁদে কোন জিনিসের ওজন কত হবে?
উঃ ছয় ভাগের এক ভাগ। ভর ৫০ ভাগের এক ভাগ।
13.কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়?
উঃ চাঁদ ও পৃথিবীর আকর্ষণে।
14.সূর্যের আকাশে বছরে সূর্য কতবার অস্ত যায়?
উঃ দুবার।
15.বৃহস্পতি গ্রহে কত ঘন্টা দিন কত ঘন্টা রাত থাকে?
উঃ ৫ ঘন্টা।

এরকম গুরত্বপূর্ন GK এবং প্রতিদিন ফ্রী MockTest দিতে আমাদের টেলিগ্রাম join করুন
https://t.me/JOBS_DESTINATION

16.লাল গ্রহ কাকে বলা হয়?
উঃ মঙ্গল গ্রহকে।
17.সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী?
উঃ মিউ সাকাই।
18.সবচেয়ে ভারি নক্ষত্রের নাম কী?
উঃ ইটা ক্যারিনি।
19.সর্বপ্রথম হ্যালি ধূমকেতু দেখা যায় কত সালে?
উঃ ১৭৫৯ সালে।

JOIN
https://t.me/JOBS_DESTINATION
●☞𝗝𝗢𝗜𝗡➠ এখানে Click করুন
Share and Support Us