Get Mystery Box with random crypto!

ইচ্ছা আর ফোকাস দুটোই আলাদা জিনিস। আমাদের মধ্যে অনেকের অনেক জিন | IT SHEBA

ইচ্ছা আর ফোকাস দুটোই আলাদা জিনিস। আমাদের মধ্যে অনেকের অনেক জিনিসের প্রতি ইচ্ছা থাকে কিন্তু সেই ইচ্ছাটা পূরণ করার জন্য সেই ভাবে ফোকাস অনুযায়ী কাজ করাটা থাকে না। যদি আপনি একটি জিনিস করার প্রতি প্রবল ইচ্ছা পোষণ করেন এবং সেই অনুযায়ী কাজ না করেন তাহলে আপনি কখনোই সফলতার মুখ দেখতে পারবেন না।

আমার মতে প্রবল ইচ্ছা আর ফোকাসের মধ্যে কিছুটা সম্পর্ক আছে, দৈনন্দিন জীবনে আমাদের মনে নানা ধরনের ইচ্ছা থাকে কিন্তু প্রবল ইচ্ছা কিছু নির্দিষ্ট বিষয়ের প্রতি থাকে।

অনলাইন জগতে আমরা সবাই প্রবল ইচ্ছা নিয়ে টাকা ইনকামের জন্য আসি, আর এই কারণটার জন্যই আমাদের মধ্যে অনেকেই এই লাইনে হতাশ হয়ে পড়েন। অনলাইন জগতে মানেই যে টাকা ইনকামের সহজ রাস্তা এটা সম্পূর্ণ ভুল ধারণা।

আসুন আমার বাস্তব লাইফ থেকে একটি ঘটনা তুলে ধরি আপনাদের সামনে।
- ঘটনাটি আজ থেকে তিন চার মাস আগের। আমি তখনো এই সেক্টরে তেমন একটা ভালো পর্যায়ে যায় নি। কিন্তু আমার এক আত্মীয় মধ্যে একজন ছিল যে প্রত্যেক দিনে ভালো ইনকাম জেনারেট করতে। তার এই ইনকাম দেখে আমার একজন ভাইয়া এই লাইনে আসলো, উনার প্রবল ইচ্ছা ছিল যে অনলাইন থেকে যেভাবেই হোক টাকা ইনকাম করবে‌। এজন্য ওনি বিভিন্ন সেক্টর নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেখে চেষ্টা করে ব্যর্থ হলেন এবং অবশেষে হাল ছেড়ে দিয়ে সেই আগের জায়গায় ওনার পড়ালেখার দিকে চলে গেলেন।

ঘটনা ছোট্ট করে বললেও আপনার চারপাশে এমন অসংখ্য মানুষ পাবেন যাদের উপরের ঘটনার সথে মিল রয়েছে। অনলাইন সেক্টর এমন একটা জায়গা যেখানে আপনি সঠিক পরিকল্পনা, প্রবল ইচ্ছা, ফোকাস এবং ধৈর্য ছাড়া কখনোই এগুতে পারবেন না।

আপনি যদি প্রথমেই টাকা ইনকামের চিন্তা করে এই লাইনে আসেন তাহলে আপনি বেশিদূর এগোতে পারবেন না। যারাই এই সেক্টরে আসেন না কেনো প্রথমে আপনাকে আপনার পছন্দের সেক্টর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যখন নিজেকে স্কিলফুল মানুষ মনে হবে তখনই আপনি ইনকামের কথা ভাবুন এর আগে না।

আর স্কিল থাকলেই ইনকাম হবে এমন কোনো কথা নেই, আমি অনেকে দেখেছি যাদের স্কিল আছে কিন্তু সেই অনুযায়ী ইনকাম করতে পারছে না। এর কারণ মূলত সঠিক গাইডলাইন নাহলে ধৈর্য। সঠিক পরিকল্পনা অনুযায়ী যে যত বেশি ধৈর্য ধরে কাজ করতে পারবে সেই আগামী দিনে সফলতা মুখ দেখবে।

উপরে সব লেখা গুলো আমার নিজস্ব চিন্তা ভাবনা হয়তো কারো সাথে নাও মিলতে পারে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে আমার নিচের আর্টিকেলটি পড়তে পারেন :
https://www.facebook.com/100016185129270/posts/1016142695601892/?app=fbl