Get Mystery Box with random crypto!

আমার মতে কোনো স্কিলে প্রফেশনাল হওয়ার জন্য একটি মাত্র কোর্সের | IT SHEBA

আমার মতে কোনো স্কিলে প্রফেশনাল হওয়ার জন্য একটি মাত্র কোর্সের মুখাপেক্ষী হলে চলবে না। আপনাকে অবশ্যই প্রতিনিয়ত আপডেট থাকতে হবে। আপনার শুরুটা বাংলা কোনো কোর্স দিয়ে শুরু হলেও একসময় দেখবেন ঠিকই ইংলিশ কোর্স করতে হচ্ছে। ইংলিশ আমাদের জন্য খুবই দরকারি একটি স্কিল। আপনি যদি ক্লায়েন্টের সাথে ইংলিশে ভালো কমিউনিকেশন করতে না পারেন, তাহলে কখনোই কাজ পাবেন না।

এজন্য আপনাকে অবশ্যই বেসিক ইংরেজি আয়ত্ত করতে হবে, আর এটা আপানারা বিভিন্ন ধরনের ইংলিশ কোর্স, মুভি কিংবা নিউজপেপার পরে ডেভলপ করতে পারেন। আমি নিজেও ইংরেজিটাকে খুব ভয় পেতাম কিন্তু আস্তে আস্তে ইংরেজি কোর্স করার ফলে এ ভয়টা পুরোপুরি কেটে গেছে। এখন আমার কোনো ইংরেজিতে কোর্স বুঝতে অসুবিধা হয় না।