Get Mystery Box with random crypto!

সংশয়ঃ 'এক ভাই, উনি জেনারেল শিক্ষিত, তো উনি সংশয় প্রকাশ করছেন য | Footsteps of the Ashaab

সংশয়ঃ "এক ভাই, উনি জেনারেল শিক্ষিত, তো উনি সংশয় প্রকাশ করছেন যে, তালেবান এত অল্প সময়ে এমন বিশাল একটি দেশ কিভাবে বিজয় করে নিতে পারে। আবার আমেরিকা সেখান থেকে হুট করে চলে গেল।" উনি এই দুইটা বিষয় মিলচ্ছেন। উনি মনে করছেন হয়ত হাত থাকতে পারে। বা অন্য কিছু।

জবাবঃ আল্লাহর কুদরতের উপর যাদের পূর্ণ ঈমান ও একীন আছে এবং ইসলামের ইতিহাসের ব্যাপারে মোটামুটি অবগত আছে, তারা কখনোই এমন বিজয় নিয়ে সংশয়ে পড়তে পারেন না।

দ্বিতীয়ত: এ বিষয়টি সর্বজন স্বীকৃত যে, আফগানে তালেবান ও আমেরিকা ২০ বছর যাবৎ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাহলে তালেবানের এই বিজয় হুট করে হলো কিভাবে? আর আমেরিকাই বা কিভাবে হুট করে চলে গেল?!

মোটকথা: এমন অবান্তর সংশয়ের পিছনে পড়া, আমাদের কোন ভাইয়ের কাজ হতে পারে না। আর তাদের খোঁড়া যুক্তির উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করছি না।

বি.দ্র. এখন সর্বমহলে এই বিষয়টি আলোচিত হচ্ছে। সবাই যার যার মত করে বিশ্লেষণ করছে ও নিজেদের মতামত দিচ্ছে। তাই সবার কথার দিকে কান না দিলে ভাল হয়। তাছাড়া দলীলবিহীন কথার দলীল খোঁজা হাস্যকর ব্যাপার মনে হয়।

– দাওয়াহ ইলাল্লাহ্ ফোরাম থেকে
@FootstepsOfTheAshaab