Get Mystery Box with random crypto!

ড্যানিয়েল হাক্বিকাতযু'র এই লিখাটা অত্যন্ত যৌক্তিক ও উপকারী মনে | Footsteps of the Ashaab

ড্যানিয়েল হাক্বিকাতযু'র এই লিখাটা অত্যন্ত যৌক্তিক ও উপকারী মনে হওয়ায় অনুবাদ করে ফেললাম। বোনদের জন্য বিশেষভাবে উপকারী।
------------------------------------
একটি সমাজের দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পরিবর্তন আসতে পারে যদি বিয়ের ক্ষেত্রে উত্তম বিষয়সমূহকে অগ্রাধিকার দেয়া হয়। এটা তো কারোরই অজানা নয় যে, দ্বীনদার ও উত্তম আখলাক সম্পন্ন কাওকে বিয়ে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুতরাং বিপদ সংকেতের ব্যাপারেও আমাদের ধারণা থাকা প্রয়োজন।

ভাইদেরকে তো বেশ নাসীহাহ দিলাম। এখন নাসীহাহ দিবো বোনদেরকে।

বোনেরা, কেমন পুরুষ বিয়ে করতে হবে সেটা জানা অত্যন্ত জরুরি।

এমন কোনো পুরুষকে বিয়ে করবেন না যে কিনা পরনারীদের সাথে আড্ডা দেয় এবং তাদের পিছনে ঘুরঘুর করে। অবৈধ উদ্দেশ্যে তাদের সাথে কথাবার্তা বলে ও মৌজ-মাস্তি করে বেড়ায়। হাসি-তামাশার ছলে কথা বলে।

যার কোনো ঘনিষ্ঠ মুসলিম ভাই-বন্ধু নেই। যেহেতু সৎ ও উত্তম মুসলিম বন্ধুবান্ধব থাকা খুব জরুরি।

তাছাড়া যার বন্ধুদের বেশিরভাগই অমুসলিম তাকে বিয়ে করবেন না।

এমন কাওকে বিয়ে করবেন না যে কিনা আলেমদের কাছ থেকে কোনো দ্বীনি ইলম অর্জন করেনি। যার অন্তরে আলেমদের প্রতি নেই কোনো মর্যাদা ও সম্মান।

ইসলাম এবং উম্মাহর দুর্দিনে লড়াই, প্রতিবাদ এবং সমস্যা মোকাবিলায় যে মোটেও আগ্রহী নয় এমন ব্যক্তিকে বিয়ে করবেন না।

মুসলিম উম্মাহর সুন্দর ভবিষ্যৎ গঠনের একটি উপায় হলো বিয়ে এবং ঈমান-আমলে শক্তিশালী উম্মাহ গড়ে তোলা। যার মধ্যে এ ব্যাপারে নেই কোনো আবেগ-অনুভূতি তাকে বিয়ে করবেন না।

সময়ের পরিবর্তনের সাথে ইসলাম সংস্কার প্রয়োজন- এমন সব কথাবার্তা যে বলে কিংবা যার মধ্যে এরকম চিন্তাভাবনার ইঙ্গিত পাবেন তাকে বিয়ে করবেন না।

অবিবাহিত বোনেরা নিজেদের মন-মস্তিষ্কে কথাটা গেঁথে নিন যে, স্বামী বাছাই আপনাদের উপর একটি গুরুদায়িত্ব। অযোগ্য পুরুষের জন্য নিজের সারাটা জীবন উজাড় করে দেয়ার ভুল করবেন না যেনো। আপনাকে অবশ্যই চাইতে হবে ঈমান-আমলে শক্তিশালী মুসলিম পুরুষ।

"শক্তিশালী" বলতে তাদেরকে বোঝানো হয়নি যারা কোনো মিছিলে গিয়ে অমুক, তমুক জননেত্রীর জন্য গলা ফাটিয়ে চিৎকার করে।

"শক্তিশালী" সেইসব পুরুষেরা নয় যারা মিডিয়া, টক -শো'তে সব ধর্মবিশ্বাসের মধ্যে সৌন্দর্য নিয়ে আলাপ-আলোচনা করে বেড়ায়।

"শক্তিশালী" সেইসব বড়লোকরাও নয় যারা প্রতি সপ্তাহে তাদের ব্যয়বহুল ল্যাটে'র অন্তত দশটা ছবি তুলে শো অফ করে বেড়ায়। সাথে আবার তাসবিহ রাখতেও ভুলেনা!

"শক্তিশালী" কোনো ভণ্ড একাডেমিক শব্দ নয় যা কিনা ইসলামকে একবিংশ শতাব্দীর সব তত্ত্বে-বিতর্কে জোর করে দাখিল করার চেষ্টা করছে।

আশা করি বুঝতে পেরেছেন।

এসব বিষয় সম্পর্কে আপনার ওয়ালীর সাথে কথা বলুন যাতে আপনারা সম্ভাব্য পাত্রকে এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করতে ও তার ব্যাপারে খোঁজ-খবর নিতে পারেন। আপনার স্বামী কে হবেন তা নির্ধারণ করতে আপনার কাছে যথেষ্ট ক্ষমতা আছে। ইসলাম ও উম্মাহর কল্যাণের জন্য সেই ক্ষমতাটা ব্যবহার করুন। আল্লাহ আপনাকে এই উত্তম নিয়তের জন্য পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ।

আমাদের সকল বোনেরা যেনো শক্তিশালী মুসলিম পুরুষদের বিয়ে করতে পারেন যারা তাদেরকে সুরক্ষা দিবে এবং যত্ন করে আগলে রাখবে। যারা হবে তাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণের সাথী।

মূল-ড্যানিয়েল হাক্বিকাতযু
অনুবাদ-মাহজাবিন খান

@FootstepsOfTheAshaab