Get Mystery Box with random crypto!

একদিন হযরত ফুযাইল বিন আয়াজ রহ. তাঁর ছেলেকে দেখেন, দাঁড়িপাল্লায় | Footsteps of the Ashaab

একদিন হযরত ফুযাইল বিন আয়াজ রহ. তাঁর ছেলেকে দেখেন, দাঁড়িপাল্লায় লেগে থাকা ধূলিকণাগুলো পরিধেয় কাপড়ের একপ্রান্ত টেনে মুছতে। ছেলে তিজারত (ব্যবসা) করত!

বিস্ময়নেত্রে জিজ্ঞেস করলেন, “বাবা তুমি এমন করলে কেন?” ছেলে জবাব দিলেন, “মুসলমানের পণ্য ওজন দেবার সময় যেন পথের ধূলিকণা ওজনের অন্তর্ভুক্ত না হয়ে যায়।”

ছেলের এইটুকু পরহেজগারিতা দেখে হযরত ফুজাইল রহ. আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন এবং বলেন, হে প্রিয়বৎস, তোমার এই আমলটুকু আমার কাছে দু'টি হজ্ব এবং বিশটি উমরাহ আদায়ের চেয়ে উত্তম। আল্লাহু আকবার! বাপকা বেটা!

সূত্র: উম্মাতুল উজামা, পৃ: ৩৩৬
------
‏«رأى الفضيلُ بن عياضٍ رَحِمَهُ اللّٰه وَلدهُ وهو يمسحُ كَفةَ الميزانِ بطرفِ ثوبهِ، فسألهُ لِماذا؟ فقال: "حتَّى لا أزِنَ للمسلمينَ غُبارَ الطريق"
فَبكى الفُضيلُ وقال: "إنَّ عملكَ هذا يا بُني عندي أفضلُ مِن حجتينِ وعشرينَ عُمرة». أمةُ العظماء. ص ٣٣٦

– Mufti Abu Tasnim Bin Qasem Hafijahullah

@FootstepsOfTheAshaab