Get Mystery Box with random crypto!

পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশে কুরআন অবমাননাকারীকে গ্রেফত | আল-ইন্তিফাদা

পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশে কুরআন অবমাননাকারীকে গ্রেফতারের নাম করে আশ্রয় দিয়েছে পুলিশ, বিক্ষুব্ধ তাওহীদি জনতা প্রতিবাদস্বরূপ পুরো পুলিশ স্টেশন জ্বালিয়ে দিয়েছেন। পুলিশ কুরআন অবমাননাকারীকে 'মানসিক ভারসাম্যহীন' আখ্যা দিয়ে অন্যত্র স্থানান্তর করেছে।