Get Mystery Box with random crypto!

ইমেজের প্রশ্নটি খেয়াল করুন। অমিত সাহাদের হাতে নির্দয়ভাবে খুন হ | আল-ইন্তিফাদা

ইমেজের প্রশ্নটি খেয়াল করুন। অমিত সাহাদের হাতে নির্দয়ভাবে খুন হওয়া বুয়েটের আবরার ফাহাদকে নিয়ে ইংরেজি পরীক্ষায় প্যাসেজ দিয়েছে। প্রশ্নে লেখা হয়েছে ২০১৯ এর অক্টোবরে সে বুয়েটের হলে অপ্রত্যাশিতভাবে মৃত্যুবরণ করে। অপ্রত্যাশিতভাবে মৃত্যুবরণ- এই লাইনটুকু একটু নোট ডাউন করে রাখুন।
.
এবার, আবরার ফাহাদের মৃত্যু বার্ষিকীতে আবরার ফাহাদকে নিয়ে করা কয়েকটি সংবাদ খুঁজে বের করুন গুগল সার্চ করে। দেখবেন প্রায় প্রত্যেকটি সংবাদে আবরার ফাহাদের মৃত্যুর কারণ হিসেবে এসেছে বুয়েটের র‍্যাগিং ইস্যু। মানে আবরার ফাহাদকে বুয়েটের সিনিয়র ভাইয়েরা র‍্যাগিং করার সময় মেরে ফেলেছে। আবরার ফাহাদের মৃত্যুর কারণ র‍্যাগিং এমনটাই বোঝাতে চেয়েছে তারা।
.
আপনি খেয়াল করলে দেখবেন, আবরার ফাহাদ সংক্রান্ত সব নিউজে, ভিডিওটে এই বুয়েটের র‍্যাগিং ইস্যুকে হাইলাইট করা হয়।কিন্তু কেন র‍্যাগ দেওয়া হলো- এই প্রশ্নের ব্যাপারে সকল কবি নীরব। কারও মুখ ফুটে এই কথাটা বের হয় না যে – আবরার ফাহাদকে কলেজ ভার্সিটিতে প্রচলিত সাধারণ র‍্যাগিং এর সময় মেরে ফেলা হয় নি। এটা কোনো দুর্ঘটনা ছিল না। এটা ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় ভারতের এজেন্ট ও দালালদের দ্বারা পরিকল্পিত হত্যাকান্ড ।
.
এখানে মূল ইস্যু কলেজ ভার্সিটিতে প্রচলিত র‍্যাগিং না। এখানে মূল ইস্যু ভারতের আগ্রাসনের বিরোধিতা। আবরার ফাহাদ ভারতের আগ্রাসনের সমালোচনা করে ফেইসবুক পোস্ট দেওয়ায় তাঁকে খুন করা হয়।
.
আবরার ফাহাদ খুন হবার পরে অল্প কিছু সময় ভারতের আগ্রাসনের বিরোধিতা করে ফেইসবুক পোস্ট দেবার বিষয়টি সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছিল। কিন্তু এরপর হুট করেই দিল্লীর প্রভুদের হুকুমে মিডিয়া ফোকাস করে র‍্যাগিং কালচারকে। সর্বোচ্চ চেষ্টা করা হয় ভারতের নাম গন্ধ মুছে ফেলার। এমনকি বুয়েটে আবরার ফাহাদের স্মরণে ভারত বিরোধী স্তম্ভও নির্মাণের অল্প কিছু সময়ের মধ্যেই ভেঙ্গে ফেলে ভারতের গোলাম হেলমেট বাহিনী।
.
গত দুই বছর ধরে এই সর্বাত্মক চেষ্টার মাধ্যমে ভারতের দালালেরা অনেকটা সফল হয়েছে। আবরার হত্যার প্রকৃত কারণ এখন অনেকটাই আড়ালে। ৫ বছর পরে আবরার ফাহাদের ঘটনা জানে না এমন কেউ সংবাদমাধ্যম ঘাঁটলে জানতেও পারবেনা আবরার ফাহাদকে কেন খুন করা হয়। যে উদ্দেশ্যে জীবন দিয়েছে আবরার ফাহাদ সেই উদ্দেশ্য বুঝতে পারবে না।
.
আমাদের জন্য, আমাদের অধিকারের জন্য আবরার ফাহাদ তাঁর জীবন দিয়েছে। আবরার ফাহাদের রক্ত বৃথা যেতে দিয়েন না, প্লিজ। অর্ধ সত্য বলবেন না। পুরো সত্য বলুন। সত্যকে বিকৃত করবেন না। আবরার ফাহাদের মৃত্যুর কারণ লুকাবেন না, বা অন্য কারণ নিয়ে আসবেন না।
.
আবরার ফাহাদ টিপিক্যাল র‍্যাগিং এর কারণে খুন হয়নি, বরং ভারতের দালালেরা ভারতের আগ্রাসনের প্রতিবাদ করায় তাকে নির্দয়ভাবে খুন করেছে…… এই সত্য হারিয়ে যেতে দিয়েন না…