Get Mystery Box with random crypto!

হিন্দুত্ববাদী আগ্রাসনে রক্তাক্ত কাশ্মীর: দু’সপ্তাহে ৭ মুসলিমকে | আল-ইন্তিফাদা

হিন্দুত্ববাদী আগ্রাসনে রক্তাক্ত কাশ্মীর: দু’সপ্তাহে ৭ মুসলিমকে গুলি করে হত্যা

উসামা মাহমুদ, AlFirdaws News
https://alfirdaws.org/2021/11/25/54268/
নভেম্বর ২৫, ২০২১

পৃথিবীর সবচেয়ে সামরিকায়িত অঞ্চল কাশ্মীরে ভারতীয় হিন্দুত্ববাী আগ্রাসী বাহিনীর নিপীড়ন মাত্রা ছাড়িয়ে গেছে বহু আগেই, নিপীড়নের পাল্লায় প্রায় প্রতিদিনই নতুন করে যুক্ত হচ্ছে বেসামরিক কাশ্মীরি জনগণের লাশ।

গত সপ্তাহে আগ্রাসী ভারতীয় বাহিনী গুলি করে চার বেসামরিক মুলিমকে হত্যা করে, যে রক্তের দাগ এখনো শুকায়নি। এর মধ্যেই গত ২৩ এপ্রিল আবার শ্রীনগরের রামবাগে ভারতীয় দখলদার বাহিনী তিন কাশ্মীরি মুসলিমকে গুলি করে হত্যা করেছে।

অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, দখলদার ভারতীয় বাহিনী এখন কাশ্মীরি মুসলিমদের সাথে যা ইচ্ছা তাই করছে, যাদের ইচ্ছা হত্যা করছে, যাদের ইচ্ছা সন্ত্রাসী আইনে মামলা দিচ্ছে আবার যাদের ইচ্ছা গুম করছে।

গত পরশুর ঘটনায় প্রত্যক্ষদর্শী একজন নারী জানিয়েছেন, ঐ তিন মুসলিম যুবককে ভারতীয় সন্ত্রাসী বাহিনী গাড়ি থেকে ঘটনাস্থলে নামায়, এরপর তাদেরকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করে। ঐ যুবকদের রক্তে যেন ভেসে গিয়েছিল সড়ক।

রক্তে ভেজা সড়কের পাসে দাড়িয়েই আহাজারি করছিলেন উপস্থিত জনতা, আরেক বৃদ্ধা নারী নিহত এক যুবকের রক্তমাখা মানিব্যাগ ও পরিচয়পত্র মেলে ধরে দেখাচ্ছিলেন উপস্থিত স্থানীয় সাংবাদিকদের।



স্পষ্টতই মুসলিমদের উত্থানে দিশেহারা ভারত জল আরো দূরে গড়ানোর আগেই কাশ্মীরি মুসলিমদের ঈমান ও স্বাধিকারের আওয়াজকে থামিয়ে দিতে চাচ্ছে। তবে স্থানীয় মুসলিমরা জোড় দিয়ে বলছেন যে, দখলদার ভারতীয় সন্ত্রাসীরা নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে কাশ্মীরি মুসলিমদের যতই দমনোর চেষ্টা করুক – কাশ্মীরি মুসলিমরা না এখন তাদেরকে রাম রাজত্ব কায়েম করতে দিবে, না তারা আর পাকিস্তানী গাদ্দার শাসকদের ধোঁকায় পা দেবে, আর না তারা ঈমান ও স্বাধীকারের বিষয়ে কোন ছাড় দিবে।

তথ্যসূত্র :
——
১। Three Kahmiris were killed today by Indian occupied forces in an “encounter” in Rambagh, Srinagar
https://tinyurl.com/2xr76rnr
২। Today three Kashmiris were killed by Indian occupation forces in Rambagh, Srinagar.
https://tinyurl.com/z5wvya4y
৩। https://tinyurl.com/cp6b3ezz