Get Mystery Box with random crypto!

টিভিতে নাটক-সিনেমা বন্ধ করলো আফগান ইমারা : মহিলা সংবাদিকদের হি | আল-ইন্তিফাদা

টিভিতে নাটক-সিনেমা বন্ধ করলো আফগান ইমারা : মহিলা সংবাদিকদের হিজাব পড়ার নতুন নীতিমালা

আবু উবায়দা, AlFirdaws News
https://alfirdaws.org/2021/11/25/54248/

নভেম্বর ২৫, ২০২১

গণমাধ্যমের জন্য নতুন নীতিমালা ঠিক করে দিলো ‘ইসলামী ইমারাত আফগানিস্তান’ এর তালিবান সরকার। দেশটিতে এখন মিডিয়া চ্যানেলে নারী সাংবাদিকদের জন্যে মাথায় হিজাব পড়া বাধ্যতামূলক করা হয়েছে নতুন নীতিমালায়। এই নতুন নীতিমালায় সরকার যা যা যোগ করেছে তা হলো-

১. এমন কোনও ছবি প্রদর্শন করা যাবে না যা তালিবান কিংবা আফগান সংস্কৃতির মধ্যে পড়ে না।
২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিদেরকে চিত্রায়ন করা যাবে না।
৩. মিডিয়ার সকল নারী সাংবাদিককে হিজাব পড়া বাধ্যতামূলক।
৪. পুরুষদের খোলা দেহে মিডিয়ায় প্রদর্শন করা যাবে না।

মন্ত্রনালয়ের মুখপাত্র সম্মানিত হাকিফ মুহাজির জানান যে “এটি কোনও আইন নয় বরং এটি হচ্ছে ইসলামের নীতিমালা”।

ইসলামী ইমারাত আফগানিস্তানে মিডিয়ার জন্যে ঠিক করে দেওয়া নতুন এই নীতিমালার দ্বারা দেশটিতে শরিয়াহ্‌ শাসনের বাস্তবায়ন আরও জোরদার হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে তালিবান দেশটিতে শরিয়াহ্‌ শাসন জারি করার জন্যে যে সকল পদক্ষেপ নিয়েছে তার মধ্যে অন্যতম এটি।

কারণ এই সিদ্ধান্তের দ্বারা টিভি-চ্যানেলে প্রদর্শিত অশ্লীল নাটক-সিনেমা শুধু বন্ধই হবে না বরং এই সকল নাটক-সিনেমার দ্বারা প্রভাবিত যুব সমাজকেও অবক্ষয়ের হাত থেকে বাঁচানো সম্ভব হবে এবং দেশটিতে যুব সমাজকে সৃজনশীল কার্যকলাপে উদ্বুদ্ধ করাবে।

তথ্যসূত্রঃ
—–
১। DW
https://tinyurl.com/pdu2f66w
২। Fox News
https://tinyurl.com/x4k2ttcy
৩। Reuters
https://tinyurl.com/vbrvzu6c