Get Mystery Box with random crypto!

পাশের দেশে হিজাব পরিধান করার কারণে আমাদের বোনদের হেনস্থা করা হ | আল-জামী

পাশের দেশে হিজাব পরিধান করার কারণে আমাদের বোনদের হেনস্থা করা হচ্ছে। তাদের শিক্ষা অধিকার কেড়ে নেয়া হচ্ছে। হিজাবের অধিকার আদায়ে বোনদের প্রতিবাদে জয়শ্রীরাম শ্লোগান দিয়ে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আক্রমণ করার জন্য তেড়ে আসছে। কলেজ ড্রেস বহির্ভূত হিন্দুত্ববাদী লাল রুমাল ঝুলিয়ে তারা কলেজে আসছে মুসলিমদের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের জন্য।

এই সবকিছুই হচ্ছে প্রকাশ্যে এবং এই কর্মকে কোন প্রকার অপরাধ হিসেবে চিহ্নিত করা ছাড়াই। আপনি দেখাতে পারবেন না, কোন মিডিয়া এই ঘটনাকে সন্ত্রাস ও নারী অধিকার ক্ষুণ্ণ হিসেবে উপস্থাপন করছে কিংবা মিডিয়ায় নিম্নতম কোন প্রকার অপরাধ হিসেবে কভারেজ করছে। আপনি দেখাতে পারবেন না নারীবাদী কোন সংগঠন বা ব্যক্তি এটা নিয়ে কলাম লিখছে। আপনি দেখবেন না, মানবাধিকার কোন সংস্থা মানবতার শ্লোগান দিতে। এতে বুঝার বাকি থাকে না, মিডিয়া, হিউম্যান রাইটস, নারীবাদ এগুলো মুসলিমদের জন্য নয়। সবই মুসলিম ও ইসলাম বিরোধী প্রজেক্ট।

আপনি দেখাতে পারবেন না, কোন হিন্দু সংগঠন এই ঘটনার নিন্দা জানিয়েছে কিংবা কোন হিন্দু নেতা বিবৃতি দিয়েছে ঘটা করে। সব কিছু এতো সুস্পষ্ট হওয়ার পরও যদি আপনি মনে করেন মুসলিমরা শান্তিতে বসবাস করছে আপনি তাহলে অন্ধ। ভারতে মুসলিম বিদ্বেষ কতটা মারাত্মক সেটা বুঝা যায়, শাহরুখ খানের সাথে তাদের আচরণ দিয়ে। শাহরুখ আদর্শ, কর্মে, বিশ্বাসে মুসলিম না হলেও নামে মুসলিম। কেবল এই নামের কারণে সেকুলার শাহরুখ দোয়ার জন্য হাত তুলে হিন্দুত্ববাদীদের কড়া সমালোচনার শিকার হচ্ছে।

আমি ভারতের হিন্দু যুব সমাজের প্রতি ঈর্ষাবোধ করি। তারা নিজেদের হিন্দুত্ববাদী আদর্শের জন্য আন্তরিক ও আত্মমর্যাদা সম্পন্ন। কিন্তু আমাদের দেশের তরুণ সমাজের কথাই কল্পনা করুন। নিজেদের দ্বীন ও শরীয়তের প্রতি তারা তাদের মত আন্তরিক নয়। তারা ইসলামের নিদর্শন ও মুসলিম জাতির ব্যাপারে আত্মমর্যাদা অনুভব করে না, অনুভূতি নেই নিজ দায়িত্বের ব্যাপারে।

আত্মমর্যাদা, গায়রাত ও সংবেদনহীন প্রজন্ম নিয়ে মুসলিমদের অগ্রযাত্রার কল্পনা করা যায় না। বরং এর জন্য প্রয়োজন সেই প্রজন্মের মত আরো একটি প্রজন্ম গড়ে তোলা, যেই প্রজন্ম এই দ্বীনের ভিত্তি গড়েছিল দালানকোঠা নির্মাণ সহ। এই প্রজন্মে আবারো সেই চেতনাকে জাগ্রত করতে হবে যেই চেতনা উম্মাহর বোনদের ইজ্জত আব্রুতে আঘাতকারী হস্তকে কেটে দিবে।

~ Iftekhar Sifat

@Al_zami