Get Mystery Box with random crypto!

আমাদের আল্টিমেটাম গোল বা লক্ষ উদ্দেশ্য কি? লিখেছেনঃ @shiblin | আল-জামী

আমাদের আল্টিমেটাম গোল বা লক্ষ উদ্দেশ্য কি?

লিখেছেনঃ @shiblinoman313

প্রথম পর্ব
প্রত্যেকের উচিত তার আল্টিমেটাম গোল বা লক্ষ উদ্দেশ্য ঠিক করা। আপনি একটা নিরিবিলি স্থান তালাশ করুন। এরপর ভালো করে ভাবুন যে আসলে আপনি কি চান? যদি আপনি যদি চান জান্নাত প্রাপ্তি এবং আল্লাহ ও তার রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেজা তাহলে এখন আপনি যেভাবে আছেন সেভাবেই, যেখানেই থাকেন না কেন ইমল হাসিল করুন। কোরআন সুন্নাহ বুঝুন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তার রসুল প্রেরণ করে আমাদের জন্য কি মেসেজ পাঠিয়েছেন নিশ্চিত হোন। বিশেষ করে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত ও আকিদা পাঠ করুন। এবং জানুন কি ছিল আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আল্টিমেটাম গোল।

আপনি যদি সঠিকভাবে কোরআন সুন্নাহ মুতালাআ করেন তাহলে আপনি দুটি জিনিস পাবেন যা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাকে এবং আপনাকে নির্দেশ দিয়েছেন এবং রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি বিষয় নিয়েই আজীবন মেহনত করেছেন।
১) দ্বীন পালন করা।
২) দ্বীন কায়েম করা।
যেমন আমরা যদি নামাজের ব্যাপারেই পড়াশোনা করেন তো দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলছেন।
وَأَقِيمُواْ الصَّلاَةَ وَآتُواْ الزَّكَاةَ وَارْكَعُواْ مَعَ الرَّاكِعِينَ

Chapter البقرة Verse No 43

লক্ষ করুন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এখানে সালাত কায়েম করতে বলেছেন। অর্থাৎ নিজেও সালাত আদায় করবেন এবং রাষ্ট্র এবং সমাজে তা কায়েম করবেন। এরকম অপর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন,
وَقَاتِلُوهُمْ حَتَّى لاَ تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لِلّهِ فَإِنِ انتَهَواْ فَلاَ عُدْوَانَ إِلاَّ عَلَى الظَّالِمِينَ

Chapter البقرة Verse No 193
আল্লাহর দ্বীন পরিপূর্ণ কায়েম হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কিতাল চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন।

এখন আমরা জানতে পারলাম যে আমাদের আল্টিমেটাম গোল বা লক্ষ উদ্দেশ্য হলো নিজে দ্বীন পালন করা এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন পরিপূর্ণ কায়েম করা। এখন আপনাকে আরও জানতে দ্বীন পালন করা ও কায়েম করার নববী মানহাজ কি। আপনি যদি নিজের মতো করে দ্বীন বাস্তবায়ন করতে চান তাহলে তা হবে সুস্পষ্ট পথভ্রষ্টতা। তো দ্বীন কায়েম করার কর্মপদ্ধতি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি পন্থা অবলম্বন করেছেন।
১) তালিম।
২) তারবিয়াহ।
৩) দাওয়াহ।
৪) জিহাদ।
এই চারটি হলো উসুল বাকি যত কর্মপন্থা আছে সবগুলো এই চারটির অংশ।

এই চারটি কাজ চালিয়ে যাবার জন্য একজন আমির শর্ত, অতএব আমরা যে অবস্থায় থাকি না কেন একজন যোগ্য, বিজ্ঞ ও মুত্তাকী ব্যাক্তিকে আমির নির্ধারণ করে তার অধিনে এসব কাজ আঞ্জাম দিতে হবে।