Get Mystery Box with random crypto!

ক্লোসআপের দ্বিধাহীন কাছে আসার গল্প ক্যাম্পেইনের একটা টিভিসি-র | আল-জামী

ক্লোসআপের দ্বিধাহীন কাছে আসার গল্প ক্যাম্পেইনের একটা টিভিসি-র (বিজ্ঞাপন) বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। ‘তিন দিনের মধ্যে সব প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপন না সরালে আইনী পদক্ষেপ নেয়া হবে’, এধরনের বক্তব্য।
.
ধরে নিচ্ছি, ইতিবাচক উদ্দেশ্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু আলটিমেটলি আমি এধরনের পদক্ষেপের সাথে একমত না। তাহাকুমের বিষয়টা তো আছেই, সবচেয়ে বড় কারণ। কিন্তু প্র্যাকটিকাল আরো অনেক কারণ আছে।
.
লিগ্যাল নোটিশের কয়েকটা লাইন দেখা যাক–

‘...ধর্মীয় সম্প্রীতি রক্ষার খাতিরে কথিত টিভিসিটি সরানো এবং টিভিসি সংশ্লিষ্ট নাটকটি প্রচারে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।...’
.
‘...মুসলিম ভাবধারার পোশাক পরিহিত মেয়েটি তার দুইহাত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলেটির দুই কাঁধে রাখলে এবং ছেলেটি মুসলিম মেয়েটির কোমরে হাত রাখলে বন্ধুত্বের বাইরেও অন্তরঙ্গ দৃশ্যের অবতারণা করে। যা দেশের বিরাট মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করার শামিল।...’
.
‘এরকম ভিডিও চিত্র অসাম্প্রদায়িক চেতনার সম্প্রীতির বাংলাদেশ অযৌক্তিকভাবে অস্থিতিশীল করার জন্য একটি স্বার্থেন্বেষী মহল কর্তৃক অপচেষ্টা চলছে’।...’
.
‘...ভিডিওটি বাংলাদেশ দন্ডবিধির আইনের ২৯৫(ক) ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার শামিল...’,
.
‘...ধর্মীয় সম্প্রীতি রক্ষার খাতিরে কথিত টিভিসি আগামী ৩ দিনের মধ্যে সরানোর অনুরোধ করা হচ্ছে।...’
.
‘...ভিডিওটি প্রচারের মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে। যার ফলে তারা ধর্মীয় নীতিভ্রষ্ট হতে পারে এবং তাদের ধর্মীয় চেতনা ও মূল্যবোধের অবক্ষয় হতে পারে।...’
.
[সূত্র - দৈনিক ইনকিলাবের প্রতিবেদন থেকে নেয়া]
.
এই ধরনের অবস্থানের সমস্যা হল –

ক) আপত্তির মূল কারণগুলোর ব্যাপারে অস্পষ্টতা

খ) সেক্যুলার বিভিন্ন কনসেপ্টের দোহাই দেয়া। যা শেষ পর্যন্ত সেক্যুলারিসমের ন্যারেটিভকে শক্তিশালী করে। যেমন- এ ক্ষেত্রে সেক্যুলার সংজ্ঞা অনুযায়ী ‘ধর্মীয় সম্প্রীতি’ ও ‘অসাম্প্রদায়িক চেতনা’।
.
ক্লোসআপের ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদের মূল আপত্তিগুলো আসলে কী?
.
ক্লোসআপ এইসব ক্যাম্পেইনের মাধ্যমে যিনা এবং ফাহিশাতে কিশোর-তরুণদের উদ্বুদ্ধ করে। ‘কাছে আসার রিকশা’-এর মতো ক্যাম্পেইনগুলোর মাধ্যমে একেবারে খোলাখুলি এটা করা হয়।
.
ক্লোসআপের ফ্রিডমটুলাভ একটা গ্লোবাল ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মূল বক্তব্য হল ধর্ম, বর্ণ, লিঙ্গ, লিঙ্গ পরিচয় ভেদে ভালোবাসাবাসি হতে হবে। সহজ ভাষায়, পশ্চিমের যৌন বিপ্লব এবং এলgবti আন্দোলনের চিন্তাধারার বাস্তবায়ন। তাদের নিজস্ব নথিপত্রে এগুলো সরাসরি বলা আছে। যে কেউ চাইলে চেক করে দেখতে পারে।
.
ক্লোসআপ নিজেদের সাইটে সরাসরি বলছে - নিজের ভালো লাগা, নিজের খুশিটাই চূড়ান্ত মাপকাঠি। ধর্ম, পরিবার সমাজ- কে কী বললো দেখার দরকার নেই। এধরণের সব ‘ফিল্টার’ বাদ দিতে হবে। এই ধরনের সোশ্যাল এনজিনিয়ারিং—সমাজের মূল্যবোধকে ইসলামের সাথে সাংঘর্ষিক একটা দিকে বদলে দেয়ার এধরণের ম্যাস ক্যাম্পেইনের বিরোধিতা করা মুসলিমদের দায়িত্ব।
.
যিনা এবং এলজি টিভির পাশাপাশি ক্লোসআপ এখন মুসলিম-কাfiরের মধ্যে যিনাকেও প্রমোট করছে।
.
.
অর্থাৎ মূল আপত্তি-

- যিনা এবং এলজিটিভি-র স্বাভাবিকীকরন নিয়ে।
.
- ‘নিজের ভালোলাগা’কে চূড়ান্ত মাপকাঠি হিসেবে দাড় করিয়ে যিনা এবং ফাহিশাহর বৈধতা তৈরি নিয়ে
.
ধর্মীয় সম্প্রীতি, পাহাড়ি-সমতলীয় সম্প্রীতি, অসাম্প্রদায়িক চেতনা এগুলো এখানে প্রাসঙ্গিক কিছু না। মূল সমস্যা ইসলামের সাথে সাংঘর্ষিকতা। যিনা-ফাহিশা, এলজিটিভির প্রমোশন। এ কথাগুলো স্পষ্টভাবে না বলে, আকারে-ইঙ্গিতে কিছু কথা এনে, সেগুলো আবার সেক্যুলার বুলির সাথে মিশিয়ে উপস্থাপন করা হলে মূল বক্তব্যটাই হারিয়ে যায়। হারামের ব্যাপক প্রচারের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ধর্মীয় সম্প্রীতি কিংবা অসাম্প্রদায়িক চেতনা রক্ষার কথা।
.
এর মাধ্যমে আমরা এই বুলি, এই মন্ত্রগুলোকে শক্তিশালী করি। একটা মাটির তৈরি মূর্তি কিন্তু কেবল অতোটুকুই। মাটি দিয়ে তৈরি প্রাণহীন, ক্ষমতাহীন, গুরুত্বহীন একটা মূর্তি। কিন্তু মানুষের মাধ্যমে তা শক্তিশালী হয়ে উঠতে পারে। মানুষের নিবেদিত সম্মান, সমীহ, অর্ঘ্য বলে সে ক্ষমতাবান হয় ওঠে। মূর্তিকে করা প্রতিটা কুর্নিশ, প্রতিটা প্রণাম তার ক্ষমতা বাড়ায়। প্রভাব বাড়ায়। পূজারীর সংখ্যা বাড়ায়। সেক্যুলার মন্ত্রের দোহাই দিয়ে আমরা মন্ত্রগুলো শক্তিশালী করে তুলি।
.
আর এই মন্ত্র আর মন্ত্রের পেছনের ধারনাগুলো যেহেতু আমরা নিয়ন্ত্রন করি না, তাই এক সময় এগুলো আমাদের বিরুদ্ধে এগুলো ব্যবহার করা হয়। গানবাজনা, মিনারে ফুল থেকে শুরু করে পহেলা বৈশাখ, জাতীয় দিবস পালন – উদাহরণ অনেক। আজ আমাদের অবস্থানের পক্ষে মন্ত্রগুলো জপ করবো, কাল ওদের অবস্থান মেনে নেয়ার জন্য একই মন্ত্র পাঠ করা হবে। আজকের এই কাজের উদাহরণ টেনে চাপ দেয়া হবে ওদের অবস্থান মেনে নেয়ার জন্য।

.
পাশাপাশি আমরা নিজেদেরকেও বিভ্রান্ত করে বসবো। অনেকে হয়তো ‘কৌশল’ করে এই মন্ত্র ব্যবহার করবো। কিন্তু আমাদের পরে