Get Mystery Box with random crypto!

হিন্দুস্তান সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা | আল-জামী

হিন্দুস্তান সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ বানীঃ

১।সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,তিনি বলেন রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-আমার উম্মতের দুইটি দলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন।তার একটি দল হল হিন্দুস্তানে যুদ্ধরত বাহিনী।অপরটি হল ঈসা আলাইহি ওয়াসাল্লামের দল।
নাসায়িঃ৬খণ্ড,পৃষ্ঠা-৪৬।

২।আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,তিনি বলেন রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-আমাদেরকে হিন্দুস্তানের অভিযানের ব্যাপারে ভবিষ্যৎ করেছেন এবং বলেছেন যদি আমি(আবু হুরায়রা) শহীদ হয়,তাহলে আমি হব সর্বোত্তম শহীদ।আর যদি গাজি হয়ে ফিরি,তাহলে আমি জাহান্নাম থেকে মুক্ত স্বাধীন আবু হুরায়রা।
নাসায়িঃ৬খণ্ড,পৃষ্ঠা-৪৬।

৩।আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন,রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তান প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন,অবশ্যই হিন্দুস্তানে যুদ্ধ হবে।সে যুদ্ধে তুমাদের এমন এক বাহিনী লড়বে যাদের আল্লাহ বিজয় মালা পড়াবেন।এমনকি তারা হিন্দুস্তানের শাসকদের শিকলে বেধে নিয়ে আসবে।আল্লাহ এদলটির গুনাহ মাফ করে দিবেন।তারা যখন যুদ্ধ শেষে ফিরবে,তখন শামে এসে ঈসা আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাবে।আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি যদি এযুদ্ধে অংশগ্রহনের সুযোগ পায়,তাহলে আমি আমার নতুন-পুরাতন সকল সম্পদ ব্যয় করে সে যুদ্ধে অংশগ্রহন করব।অতপর আল্লাহ যখন আমাদের বিজয় দান করবেন,আমরা ফিরে আসব।তখন আমি হব মুক্ত স্বাধী্ন আবু হুরায়রা।এ বাহিনীটি শামের দিকে মার্চ করবে।সেখানে তারা ঈসা আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হবে।আমার ইচ্ছা তার সাক্ষাৎ পাওয়ার।পেলে বলব-আমি আল্লাহর রাসুলের সাহাবী।একথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বলেন-এত তারাতারি নয়,আরও পরে,আরও পরে।
আল-ফিতান: খণ্ড ০১, পৃষ্ঠা-৪০৯।

৪।হযরত কা’ব (রাঃ) কর্তৃক বর্ণিত,রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-জেরুসালেমের (বাই’ত-উল-মুক্বাদ্দাস)একজন রাজা তার একটি সৈন্যদল হিন্দুস্তানের দিকে পাঠাবেন, যোদ্ধারা হিন্দের ভূমি ধ্বংস করে দিবে, এর অর্থ-ভান্ডার ভোগদখল করবে, তারপর রাজা এসব ধনদৌলত দিয়ে জেরুসালেম সজ্জিত করবে, দলটি হিন্দের রাজাদের জেরুসালেমের রাজার দরবারে উপস্থিত করবে, তার সৈন্যসামন্ত তার নির্দেশে পূর্ব থেকে পাশ্চাত্য পর্যন্ত সকল এলাকা বিজয় করবে, এবং হিন্দুস্তানে ততক্ষণ অবস্থান করবে যতক্ষন না দাজ্জালের ঘটনাটি ঘটে।

(ইমাম বুখারী (রঃ) এর উস্তায নাঈম বিন হাম্মাদ (রঃ) এই হাদিসটি বর্ণনা করেন তার ‘আল ফিতান’ গ্রন্থে । এতে, সেই উধৃতিকারীর নাম উল্লেখ নাই যে কা’ব (রাঃ) থেকে হাদিসটি বর্ণনা করেছে)।

৫।সাফওয়ান বিন উমরু রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,রাসুলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-আমার উম্মাহর একদল লোক হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে, আল্লাহ্ তাদের সফলতা দান করবেন, এমনকি তারা হিন্দুস্তানের রাজাদেরকে শিকলবদ্ধ অবস্থায় পাবে। আল্লাহ্ সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন। যখন তারা সিরিয়া ফিরে যাবে, তখন তারা ঈসা ইবনে মারিয়ামকে (আঃ) এর সাক্ষাত লাভ করবে।
আল-ফিতান=খণ্ড ০১, পৃষ্ঠা-৪১০।

– দাওয়াহ ইলাল্লাহ্ ফোরামের এক আর্টিকেল থেকে সংগৃহীত।