Get Mystery Box with random crypto!

গতকাল শাহবাগের সহিংসতা বিরোধী কনসার্টে হজ্বের তালবিয়াকে অবমানন | আল-জামী

গতকাল শাহবাগের সহিংসতা বিরোধী কনসার্টে হজ্বের তালবিয়াকে অবমাননা করে গাওয়া পুরো লিরিক্সটা শুনলাম এবং পড়লাম। অনলাইনে কেবল সামান্য অংশ ছড়িয়ে পড়েছে। পুরো অংশটা আরো ভয়াবহ।

এখানে কেবল হজ্বের তালবিয়ার সাথেই বিদ্রুপ করা হয়নি, বরং ইসলামের কালিমাকেও কটাক্ষ করা হয়েছে। শেষের দিকের একটা প্যারা হল,
"লা ইলাহা ইল্লাল্লাহ
মানুষ কুরবানি মাশাআল্লাহ!"

এই প্যারার মাধ্যমে এরা ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করছে। ইসলাম কেবল মানুষ হত্যা করে, এটাই ইসলামের কালিমার শিক্ষা- এমন অবমাননাকর একটা ধারণা ইসলামের সাথে জুরে দিয়েছে।

ইসলামে মানুষ হত্যা সাধারণভাবে নিষিদ্ধ সেই কথা আমি বলব না। বরং উপযুক্ত কারণে ইসলামে হত্যার বিধান আছে। কিন্তু আমি এখানে এই সমস্ত শাহবাগীদের ডাবল স্ট্যান্ডার্ড এর দিকে ইঙ্গিত দিতে চাই । বিগত কয়েক শতাব্দি জুরে বিশ্ব এবং বাংলাদেশে সব মিলিয়ে ধর্মের নামে কয়জন মানুষ নিহত হয়েছে আর গণতন্ত্র, সেকুলারিজম ইত্যাদি ধর্মহীন মতবাদের জন্য কত জন মানুষ নিহত হয়েছে? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন কেন্দ্রিক সহিংসতায় নিহত মানুষের যেই পরিসংখ্যান বেরিয়ে আসবে, ইসলামের নামে সেই সূচনাকাল থেকেও এত মানুষ নিহত হয়নি।

তারপরেও দিনশেষে ইসলামকেই এরা সহিংস বলবে। কুমিল্লার এই ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা বিরোধী আন্দোলনের নামে নাস্তিক্যবাদী শাহবাগীরা আবার মাথা চাড়া দিয়ে উঠার তৎপরতায় লিপ্ত হচ্ছে। এরা সরাসরি ধর্মের বিরুদ্ধে আন্দোলন করছে সহিংসতা বিরোধী আন্দোলন নামে।

জানা যায়, মেঘদল নামে একটি ব্রেন্ড গোষ্ঠী এই গানের লিরিক্সটি তৈরি করেছে। এই লিরিক্সের প্রতিটি লাইনে ধর্মের প্রতি বিদ্বেষ ফুটে উঠেছে। এরা হচ্ছে কট্টোর নাস্তিক্যবাদী গোষ্ঠী।

বামদের আরেকটি গোষ্ঠী আছে আরা সফট একটা ফেইস ধরে রাখার চেষ্টা করে। সম্প্রতি ঘটনাকে কাজি লাগিয়ে এই গোষ্ঠীটিও মুসলিমদের ভিতর হিউম্যানিজম ও ইন্টারফেইথের আদর্শ প্রবেশ করানোর জন্য তৎপর।

আমাদেরকে এই গোষ্ঠীর ব্যাপারেও সতর্ক হতে হবে। বিভিন্ন ইস্যুতে চারুকলা থেকে সামাজিক কিংবা সরকারবিরোধী নাচগান ও অভিনয়ে যেসব প্রোগ্রাম হয়, সেগুলো দেখে আমাদের প্রতারিত হলে চলবে না। দিনশেষে এরা ইসলাম ও মুসলিমদের প্রতিই চরম বিদ্বেষ লালন করে।

-ইফতেখার সিফাত